সিঙ্গাপুর যাচ্ছেন মাশরাফি
বুধবার সকালে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে এবং টি-টোয়েন্টি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এক সপ্তাহের জন্য ক্রিকেটের বাইরে চলে যাচ্ছেন টাইগার অধিনায়ক। তবে ঘুরতে নয় ছেলের চিকিৎসার জন্য পুরো পরিবার নিয়েই সিঙ্গাপুর যাচ্ছেন দেশসেরা এই পেসার।
গত নভেম্বর থেকে টানা ক্রিকেট খেলছে বাংলাদেশ। তাই টানা ক্রিকেট খেলতে হয়েছে টাগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফিকেও। ২৩ আগষ্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে টাইগাররা। ওয়ানডে না থাকায় লম্বা বিশ্রাম মিলেছে মাশরাফির। যদিও ফিটনেস ধরে রাখতে নিয়মিত অনুশীলন করছেন তিনি।
এ প্রসঙ্গে মাশরাফি বলেছেন, ‘সামনে আমার কোনো খেলা নেই। হয়তো বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) অনুষ্ঠিত হবে এই মাসের শেষদিকে। সেখানে আমি খেলছি না। তাই এই সুযোগে বাচ্চাটাকে ভাল ডাক্তার দেখিয়ে আসতে সেই সঙ্গে একটু ঘুরে আসতে সিঙ্গাপুর যাচ্ছি।’
আগামী সাত মাসে বাংলাদেশের হয়ে কোনো ওয়ানডে ম্যাচ নেই। মাঝে বিসিএলের হয়ে ওয়ানডে এবং বিপিএলের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। তবে বিসিএলে খেলছেন না টাইগার অধিনায়ক। তাই আপাতত কোন খেলা নেই তার। এই সুযোগে ছেলের চিকিৎসার জন্য পুরো পরিবার নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন মাশরাফি। ১০ মাস বয়সী ছেলে সাহিলের চিকিৎসার জন্য আজ সিঙ্গাপুর রওনা হয়েছেন টাইগার অধিনায়ক। চিকিৎসা শেষে ২৫ আগস্ট দেশে ফিরতে পারেন মাশরাফি।
আরটি/এআরএস/পিআর