পোল্যান্ডের কাছে হারল জার্মানি
১৪ বছর পর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে প্রতিপক্ষের মাঠে হারল জার্মানি। ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে ‘ডি’ গ্রুপের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়নরা ২-০ গোলে হেরেছে পোল্যান্ডের কাছে।
শনিবার ওয়ারশয় পোল্যান্ডকে এগিয়ে দেয়া প্রথম গোলটি করেন আরকাদিউস মিলিক। ৫১তম মিনিটে পিসজেকের ক্রসে হেড করে মানুয়েল নয়ারের মাথার ওপর দিয়ে জালে বল পাঠান তিনি।
আর ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন সেবাস্তিয়ান মিলার। তার গোলের উৎস ছিলেন রবের্ত লেভানদোভোস্কি। ৮৮ তম মিনিটে বায়ার্ন মিউনিখ তারকার ব্যাক পাসকে গোলে পরিণত করেন মিলার। তাতেই জার্মানির ঘুরে দাঁড়ানোর আশা শেষ হয়ে যায়।
প্রথমার্ধে দাপটের সঙ্গে খেলে গোলের একাধিক সুযোগ তৈরি করে জার্মানি। কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারেনি তারা। অষ্টম মিনিটেই এগিয়ে যেতে পারত অতিথিরা। কিন্তু মারিও গোটসের বাড়ানো বলে করিম বেলারাবির শট জালে যায়নি।
২২তম মিনিটে আরেকটি সুযোগ হাতছাড়া করে জার্মানি। এবার গোটসের এগিয়ে দেয়া বল বক্সের বাইরে থেকে ওপর দিয়ে মারেন টনি ক্রুস। জার্মানির বিপক্ষে আগের ১৮ ম্যাচের ১২টিতে হেরেছিল পোল্যান্ড। বাকি ৬টি ম্যাচ ড্র হয়েছিল।