ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

শিরোপার লড়াইয়ে মাঠে বাংলাদেশ

প্রকাশিত: ১১:১৯ এএম, ১৮ আগস্ট ২০১৫

চ্যাম্পিয়নস ট্রফি উঁচিয়ে ধরার লক্ষ্য সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। সিলেট জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৫ টায়। বাংলাদেশ টেলিভিশন খেলাটি সরাসরি সম্প্রচার করছে।

এর আগে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরে চতুর্থ আর তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। এবারই প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলার কিশোররা। কিন্তু ফাইনালে উঠেই সন্তুষ্ট থাকতে চান না সৈয়দ গোলাম জিলানীর শিষ্যরা। তাদের চোখ এখন শিরোপায়!

সোমবার বিকেলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক শাওন বলেন, সেমিফাইনালের আগেইতো বলেছিলাম আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আজ আর কোনো নতুন কথা নেই আমরা চ্যাম্পিয়ন হবো। সিলেটবাসীর সমর্থন চাই অতীতের ম্যাচগুলো মতোই পাশে থাকবেন সবাই। আর বাকি কাজটুকু আমরা মাঠে করে দেখাবো।

বাংলাদেশ দলের কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন, টুর্নামেন্টের শুরুতেই বলেছিলাম আমরা ‘স্টেপ বাই স্টেপ’ এগিয়ে যেতে চাই। এখন আমাদের সামনে চতুর্থধাপ তথা শিরোপা জয়ের ধাপ। দেশবাসীর দোয়ায় আমরা ফাইনালেও জিতবো।

এমআর