ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আশায় বুক বাঁধছে বাংলাদেশ

প্রকাশিত: ০৮:০১ এএম, ১৮ আগস্ট ২০১৫

হয় প্রতিপক্ষকে গুড়িয়ে দাও, নয়তো নিজেই গুড়িয়ে যাও! জটিল এবং কঠিন মিশন। এই কঠিন মিশনে জয়ী হয়ে চ্যাম্পিয়নস ট্রফি উঁচিয়ে ধরতে চায় বাংলাদেশ। অন্যদিকে ভারত চায় গ্রুপপর্বে হারের প্রতিশোধ নিতে, বাংলাদেশকে হারিয়ে নিজেদের জাত চেনাতে। এই চ্যাম্পিয়ন হওয়া এবং প্রতিশোধ নেয়ার লড়াইয়ে মঙ্গলবার বিকেল ৫টায় মাঠে নামছে দুই প্রতিবেশি।

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের আগের দুই আসরে চতুর্থ আর তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে। এবারই প্রথমবারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলার কিশোররা। কিন্তু ফাইনালে উঠেই সন্তুষ্ট থাকতে চান না সৈয়দ গোলাম জিলানীর শিষ্যরা। তাদের চোখ এখন শিরোপায়!

সোমবার বিকেলে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক শাওন বলেন, সেমিফাইনালের আগেইতো বলেছিলাম আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আজ আর কোনো নতুন কথা নেই আমরা চ্যাম্পিয়ন হবো। সিলেটবাসীর সমর্থন চাই অতীতের ম্যাচগুলো মতোই পাশে থাকবেন সবাই। আর বাকি কাজটুকু আমরা মাঠে করে দেখাবো।

বাংলাদেশ দলের কোচ সৈয়দ গোলাম জিলানী বলেন, টুর্নামেন্টের শুরুতেই বলেছিলাম আমরা ‘স্টেপ বাই স্টেপ’ এগিয়ে যেতে চাই। এখন আমাদের সামনে চতুর্থধাপ তথা শিরোপা জয়ের ধাপ। দেশবাসীর দোয়ায় আমরা ফাইনালেও জিতবো।

বাংলাদেশ কোচ আরও বলেন, আমার ছেলেরা ফাইনাল খেলার জন্য প্রস্তুত। আমি আশা করি তারা ভারতের বিপক্ষে ভালো খেলে দর্শকদের মন জয় করতে পারবে। সিলেটের মতো ঢাকায় ফুটবল দেখতে এতো দর্শক মাঠে আসে না। আমি সংবাদ মাধ্যমের জানাতে চাই, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার কথা।’

তবে ভারতকে অবশ্য সমীহও করে বাংলাদেশ কিশোর দলের কোচ বলেন ‘৯০ মিনিটের খেলায় এক মিনিটেরও ভরসা নেই। ভারতকে সমীহ করছি। ওরা ভালো দল বলেই ফাইনালে উঠে এসেছে। আমরাও নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে জিততে পারবো।

এমআর