ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

নিউজিল্যান্ডের সংগ্রহ ১৭৭

প্রকাশিত: ০১:৪২ পিএম, ১৬ আগস্ট ২০১৫

সিরিজে সমতা আনার লক্ষ্য নিয়ে ২য় ও শেষ টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ১৭৭ রান সংগ্রহ করেছে সফরকারী নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে সর্বোচ্চ ৬০ রান আসে গ্যাপটিলের ব্যাট থেকে। সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে অনেকটা সহজেই জয় তুলে নিয়ে সিরিজে ১-০`তে এগিয়ে আছে স্বাগতিকরা। ইনজুরির কারণে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক ফাফ ডু প্লেসি। তবে এসব নিয়ে প্রোটিয়ারা খুব একটা ভাবছে না। নিজেদের স্বাভাবিক খেলাটা খেলে, সিরিজ জয়ের স্বাদ নিতে চায় এবি ডি ভিলিয়ার্সের দল।

অন্যদিকে দলের সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে প্রথম ম্যাচ খেলতে নামা কিউইরা চায় ঘুরে দাড়াতে। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে  উইলিয়ামসনরা। ২০১২ সালের পর, ২ ম্যাচের কোনো টি টোয়েন্টি সিরিজ হারে নি কিউইরা। তাই সেঞ্চুরিয়ানে জয় তুলে নিতে চায় সফরকারীরা।

এমআর