ভাগ্যের ছোঁয়ায় ম্যানইউর জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় ম্যাচেও ভাগ্যের ছোঁয়ায় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারের বিরুদ্ধে আত্মঘাতী গোলে জয় পেয়েছিল রেড ডেভিলসরা। এদিন আদনান জানুজাজের শট প্রতিপক্ষের পায়ে লেগে দিক বদলে জালে প্রবেশ করে। তবে মুল্যবান তিন পয়েন্ট তুলে নিয়েছে লুই ফন হালের দল।
শুক্রবার অ্যাস্টন ভিলার মাঠে ১৫ মিনিটেই এগিয়ে যেতে পারতো ম্যানইউ। মেমফিস ডিপাইয়ের ফ্রি কিক থেকে ফাঁকায় বল পেয়ে হেড করেন মরগান স্নেইডারলিন। কিন্তু তার হেড লক্ষ্যেভ্রষ্ট হয়। তবে ম্যাচের ২৯তম মিনিটে দলকে এগিয়ে নেন বেলজিয়ামের মিডফিল্ডার আদনান জানুজাজ। হুয়ান মাতার ডিফেন্স চেড়া নিখুঁত পাস থেকে বল পেয়ে এক জনকে কাটিয়ে শট নেন আদনান জানুজাজ। তার শট প্রতিপক্ষের পায়ে লেগে দিক পাল্টে ক্রসবারে লেগে বল জালে জড়ায়।
৭৩তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মেমফিস ডিপাই। ডি বক্সের বাইরে বাঁপ্রান্তে গোলরক্ষককে একা পেয়েছিলেন নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড। কিন্তু তার শট গোলপোস্ট ঘেঁসে বাইয়ে চলে যায়। ৭৭ মিনিটে আবারো ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত শট নিয়ে ছিলেন মেমফিস ডিপাই। গোলরক্ষকের দৃঢ়টায় গোলবঞ্চিত হয় রেডডেভিলরা।
আরটি/এসকেডি/এমএস