ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আয়ের শীর্ষে শারাপোভা

প্রকাশিত: ১১:৩৮ এএম, ১৩ আগস্ট ২০১৫

দ্বিতীয়বারের মতো টানা চারটি গ্রান্ডস্লাম জিতেছেন সেরেনা উইলিয়ামস। র‌্যাংকিংয়ে শীর্ষ খেলোয়াড় তিনিই। কিন্তু এক দিকে সবসময়ই পিছে থাকতে হচ্ছে সেরেনাকে। আয়ের দিকে এবারো শারাপোভার পিছনেই রয়েছেন এই মার্কিন তারকা। আর ফোর্বসের হিসেব অনুয়ায়ী টানা ১১ বছর নারী অ্যাথলেট শীর্ষ আয়ের রেকর্ড গড়লেন এই রুশ তারকা। তালিকার শীর্ষ দশ জনের মধ্যে সাত জনই টেনিস খেলোয়াড়।

ফোর্বসের দেওয়া তথ্য মতে গত বছর ফরাসি ওপেন জিতে ৬৭ লাখ ডলার প্রাইজ মানি পেয়েছেন শারাপোভা। আর ব্যক্তিগত ব্যবসা, বিজ্ঞাপন ও বিভিন্ন পণ্যের দূত হওয়াসহ বিভিন্ন খাত সব মিলিয়ে তার আয় ছিল ২ কোটি ৯৭ লাখ ডলার। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন সেরেনা উইলিয়ামস। তার আয়ের পরিমাণ ২ কোটি ৪৬ লাখ ডলার।

টেনিসের বাইরের অ্যাথলেটদের মধ্যে শীর্ষ দশে সবার ওপরে আছেন ড্যানিকা প্যাট্রিক। তালিকার চতুর্থ স্থানে থাকা যুক্তরাষ্ট্রের এই মোটর রেসিং ড্রাইভারের আয় ১ কোটি ৩৯ লাখ ডলার।

সেরা ধনী নারী খেলোয়াড়রা হলেন-

১. মারিয়া শারাপোভা (টেনিস) ২৯.৭ মিলিয়ন ডলার
২. সেরেনা উইলিয়ামস (টেনিস) ২৪.৬ মিলিয়ন ডলার
৩. ক্যারোলিন ওজনিয়াকি (টেনিস) ১৪.৬ মিলিয়ন ডলার
৪. ড্যানিকা প্যাট্রিক (মোটর রেসিং) ১৩.৯ মিলিয়ন ডলার
৫. আনা ইভানোভিচ (টেনিস) ৮.৯ মিলিয়ন ডলার
৬. পেত্রা কেভিতোভা (টেনিস) ৭.৭ মিলিয়ন ডলার
৭. সিমোনা হেলেপ (টেনিস) ৬.৮ মিলিয়ন ডলার
৮. রোন্ডা রোউসি (ম্যারিটিয়াল আর্টস) ৬.৫ মিলিয়ন ডলার
৯. স্টেসি লুইস (গলফ) ৬.৪ মিলিয়ন ডলার এবং
১০. অ্যাগনিয়েজকা রাদানিয়েস্কা (টেনিস) ৬ মিলিয়ন ডলার

আরটি/আরএস/পিআর