তিন মাসের জন্য মাঠের বাইরে ওজিল
হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তিনমাস মাঠের বাইরে থাকবেন ওজিল। জার্মানির এই মিডফিল্ডার ২০১৬ ইউরো কোয়ালিফায়ারের একটি ম্যাচেও মাঠে নামতে পারবেন না। ওজিলকে হারিয়ে বেশ ঝামেলায় পড়েছেন জার্মান কোচ জোয়াকিম লো।
এর আগে চার অভিজ্ঞ ফুটবলারকে হারিয়ে ছন্দে ছিল না জার্মান দল। গত রোববার চেলসির বিপক্ষে প্রিমিয়ার লিগের মাঠে নামেন ওজিল। পুরো সময়ই মাঠে ছিলেন প্রাক্তন রিয়াল মাদ্রিদের এই ফুটবলারর। কিন্তু বুধবার জার্মান শিবিরে যোগ দিয়েই চোট অনুভব করেন তিনি।
পরীক্ষা করে দেখা গিয়েছে, বাঁ-হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে ওজিলের। টিম চিকিৎসক জানান, চোট গুরুতর না হলেও ১০ থেকে ১২ সপ্তাহ মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে।