ধোনির সমালোচনায় হাইকোর্ট
সম্প্রতি ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক একটি সাময়িকীর প্রচ্ছদে ধোনিকে দেবতা বিষ্ণুর অবতারে হাজির করানো হয়। যা নিয়ে তৈরি হয় বিতর্ক। পরবর্তীতে ধোনির বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।
সোমবার সেই মামলার শুনানিতে ধোনির বিচার-বোধের তীব্র সমালোচনা করেন কর্নাটক হাইকোর্টের বিচারপতি এ এন বেণুগোপাল গৌড়া। তিনি বলেন, ধোনির মতো একজন ক্রিকেটার ও সেলিব্রিটির জানা উচিত মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিলে কী পরিণাম হতে পারে। ওই বিজ্ঞাপন করার আগে তাঁর ভাবা উচিত ছিল।
সেই শুনানিতে বিচারপতি এ এন বেনুগোপাল গোওড়া এক রকম তিরস্কারের সুরেই বলেছেন, ‘এই তারকারা শুধুমাত্র টাকার লোভে বিজ্ঞাপন করেন, কোনো দায়-দায়িত্ব নেন না। তাঁদের মূল লক্ষ্যই থাকে টাকা আয় করা, কিন্তু এর ফলে কী ধরনের সমস্যা দেখা দিতে পারে, সেটা বিবেচনাই করেন না।
অবশ্য ধোনির কৌঁসুলি পাল্টা দাবি করেন, এর জন্য ধোনি কোনও অর্থ নেননি। জবাবে, বিচারপতি জানান যে তাহলে ধোনিকে এই মর্মে হলফনামা দিয়ে আদালতকে জানাতে হবে যে তিনি কোনও অর্থ নেননি।
এমআর