ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মিডফিল্ডে খেলবেন মেসি!

প্রকাশিত: ০৫:৫৪ এএম, ১১ আগস্ট ২০১৫

মূল পছন্দের জায়গা সেন্ট্রাল ফরোয়ার্ড। তবে দলের প্রয়োজনে বিভিন্ন পজিশনে খেলেছেন বর্তমান বিশ্বের সেরা ফুটবল তারকা লিওনেল মেসি। কখনো উইংয়ে, কখনো মূল স্ট্রাইকারের পেছনে প্লে মেকার হিসাবে। কিন্তু এবার বার্সেলোনার সেরা এই তারকা ঘোষণা দিলেন দলের প্রয়োজনে মিডফিল্ডেও খেলতে পারেন তিনি।

সেভিয়ার বিপক্ষে ইউরোপীয় সুপার কাপে নামার আগে লিওনেল মেসি এই ঘোষণা দেন। ফুটবল বিশ্বকে চমকে দিয়ে বলেন, দলের প্রয়োজনে যে কোনও পজিশনে খেলতে রাজি আছি। অনেক ফুটবলারই ক্যারিয়ারের শেষদিকে মিডফিল্ডে চলে আসে। এমনও হতে পারে আমি পুরোপুরি মিডফিল্ডার হয়ে গেলাম।

মিডফিল্ডে খেলার পক্ষে সাফাই গেয়ে মেসি বলেন, আমি মিডফিল্ডে অনেক বার খেলেছি। ডিপ ফরোয়ার্ড হিসাবে খেলতে কোনও অসুবিধা নেই আমার। হয়তো সব সময় পুরো গতিতে দৌড়াব না। কিন্তু দলকে তো সাহায্য করতে পারব।

অনেকটা অবাক হওয়ার মতোই কথা। যদি সত্যিই তিনি এই পজিশনে খেলেন সেক্ষেত্রে মূল স্ট্রাইকারের কাজটা করতে হবে নেইমার এবং সুয়ারেজকে। কিন্তু দলের পক্ষে এই দুই তারকা ততটা ধারাবাহিক নন যতটা মেসি। নেইমার-সুয়ারেজের সাথে মিলে গত মৌসুমে করেছেন ১২২ গোল। যার মধ্যে মেসির গোল ৫৮টি, নেইমারের ৩৯টি এবং সুয়ারেজের ২৫টি। এখন মেসি যদি মিডফিল্ডে খেলেন সেক্ষেত্রে বার্সেলোনার গোল ঘাটতি দেখা দিতে পারে এমনটাই ধারণা ফুটবল বোদ্ধাদের।

আরটি/এসঅাইএস/এমএস