একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও জিম্বাবুয়ের হার
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হেরেছে ১-২ ব্যবধানে। কোনো রকমে একটি ম্যাচে জয় পেয়েছিল স্বাগতিক জিম্বাবুয়ে। আর একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের সিরিজটিও হারলো বড় ব্যবধানে। হারারেতে সফরকারী নিউজিল্যান্ডের কাছে ৮০ রানে হেরেছে স্বাগতিকরা।
এ ম্যাচে প্রতিন্দ্বন্দ্বিতাই গড়তে পারেনি জিম্বাবুইয়ানরা। টস জিতে প্রথমে ফিল্ডিং বেছে নিয়ে দুর্ভাগ্যই বয়ে নিয়ে আসে। প্রথমে ব্যাট করে জিম্বাবুয়ের সামনে ১৯৯ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য বেধে দেয় ব্ল্যাক ক্যাপসরা। জয়ের লক্ষ্যে বিশাল টার্গেটে খেলতে নেমে আট উইকেট হারিয়ে মাত্র ১১৮ রান করতে সমর্থ হয় এলটন চিগুম্বুরার দল।
দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন ক্রেইগ আরভিন। কিউইদের হয়ে অ্যাডাম মিলনে ও মিচেল ম্যাকক্লেনাগান দুটি করে উইকেট দখল করেন। জেমস নিশাম, নাথান ম্যাককালাম, ইশ শোধি ও গ্রান্ট এলিয়ট একটি করে উইকেট নেন।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করে কিউইরা। অভিষেকেই অালো ছড়ালেন জর্জ ওয়ার্কার। ৩৮ বলে ৬২ রানের ঝড়ো ইনিংস উপহার দেন তিনি। তিনটি চারের সঙ্গে চারটি ছক্কা হাঁকান। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই তার হাতে ম্যাচ সেরার পুরস্কার ওঠে।
এছাড়াও ওপেনার মার্টিন গাপটিল ৩৩, কেন উইলিয়ামসন ২০ ও লুক রঞ্চি ২৯ রান করেন। কলিন মুনরো ২৩ ও নাথান ম্যাককালাম ১৮ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে বাঁহাতি স্পিনার সিন উইলিয়ামস তিনটি উইকেট লাভ করেন। তাওরি মুজারাবানি ও গ্রায়েম ক্রেমার একটি করে উইকেট নেন।
বিএ