আবারো ঝড় তুললেন ফেলপস
রিও অলিম্পিকের আগে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপস নিজের আসল রূপে ফিরে আসছেন। ১৮টি সোনা জেতা এই মার্কিন সাঁতারু যুক্তরাষ্ট্রের জাতীয় চ্যাম্পিয়নশিপে বাটারফ্লাইয়ে দুটি রেকর্ড গড়লেন।
১০০ মিটার বাটারফ্লাইয়ে সবচেয়ে কম সময় নিয়ে রেকর্ড গড়লেন ফেলপস। শনিবার দক্ষিণ আফ্রিকার চ্যাড লে ক্লোসকে হারিয়ে সোনা ছিনিয়ে নিলেন মার্কিন সাঁতারু। ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫০.৪৫ সেকেন্ড সময় নেন তিনি। যেখানে ক্লোস সময় নেন ৫০.৫৬ সেকেন্ড।
এর আগে শুক্রবার ২০০ মিটারেও রেকর্ড সময়ে সাঁতার কেটে নজির গড়েন এই কিংবদন্তি। সান অ্যান্তোনিওতে ২০০ মিটার বাটারফ্লাইয়ে ১ মিনিট ৫২.৯৪ সেকেন্ড সময় নেন তিনি। হাঙ্গেরির ল্যাজলো ১ মিনিট ৫৩.৮৮ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন।
গত ডিসেম্বরে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে তাকে ছয় মাসের জন্য সবরকম প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই নিষেধাজ্ঞার কারণে কাজানে যেতে পারেননি তিনি। তবে নির্বাসন কাটিয়ে জলে নেমেই বাজিমাত করলেন এই মার্কিন সাঁতারু। এই নিয়ে ৫৫টি জাতীয় খেতাব ঝুলিতে ভরলেন ফেলপস।
আরটি/এসআইএস/আরআইপি