ভারতের কাছে হারের ব্যবধান বাড়লো পুরুষ কাবাডি দলের
এশিয়ান গেমসে পুরুষ কাবাডির লড়াইয়ে ভারতের কাছে বাংলাদেশ যে হারবে, তা অনুমিতই ছিল। আগের আসরগুলোতে বাংলাদেশকে বেশ ভালো ব্যবধানেই যে হারিয়েছিল ভারত। কিন্তু জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসে হারের ব্যবধান যে আরও বড় হবে, তা হয়তো কেউ আশঙ্কা করেনি। হয়েছে তা-ই। রোববার নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৫০-২১ পয়েন্টে হেরেছে ভারতের কাছে।
সকালে মেয়েরা ৪৩-২৮ পয়েন্টে হেরেছে চাইনিজ তাইপের কাছে। দুপুরে ছেলেরা হেরেছে ভারতের কাছে। এশিয়ান গেমসে বাংলাদেশের কাবাডির দিনটা বাজেই কাটলো।
গত ইনচিয়ন এশিয়ান গেমসে বাংলাদেশ ৩০-১৫ পয়েন্টে হেরেছিল ভারতের কাছে। পার্থক্য ছিল ১৫ পয়েন্ট। এবার ২৯ পয়েন্ট পার্থক্যে জিতলো ভারত। এশিয়ান গেমসে এর আগে একবারই ভারত এত বেশি পয়েন্ট করেছিল বাংলাদেশের বিরুদ্ধে। ১৯৯০ সালে বেইজিং এশিয়ান গেমসে কাবাডির শুরুর বছরে ভারত জিতেছিল ৫২-১৭ পয়েন্টে।
এবারের এশিয়ান গেমস কাবাডিতে বাংলাদেশ খেলছে ‘এ’ গ্রুপে। অন্য প্রতিপক্ষরা হলো-দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড ও শ্রীলংকা। ‘বি’ গ্রুপের দলগুলো হচ্ছে-ইরান, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, নেপাল ও ইন্দোনেশিয়া।
আরআই/এমএমআর/এমএস