শুরুতেই পয়েন্ট হারাল চেলসি
প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুটা ভালো হল না গতবারের চ্যাম্পিয়ন চেলসির। নিজেদের মাঠে সোয়ানসি সিটির বিপক্ষে দুইবার এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট হারিয়েছে জোসে মরিনহোর দল।
ম্যাচ শুরুর ২৩ মিনিটে দূরহ কোণ থেকে অস্কারের ফ্রি-কিক চেলসিকেই প্রথম এগিয়ে দেয়। কিন্তু বেশিক্ষণ এগিয়ে থাকা হয়নি ব্লুজদের। ২৯ মিনিটে সোয়ানসিকে সমতায় ফেরান চলতি মৌসুমে দলে ভেড়া ঘানার ফরোয়ার্ড আন্দ্রে আইয়্যূ।
সোয়ানসিও অবশ্য বেশিক্ষণ সমতা ধরে রাখতে পারেনি। ৩১ মিনিটে আত্মঘাতী গোলে আবারো এগিয়ে যায় চেলসি। ব্রাজিলিয়ান মিডফিল্ডার উইলিয়ানের শট সোয়ানসির আর্জেন্টাইন ডিফেন্ডার ফেদেরিকো ফার্নান্দেসের পা ছুঁয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে বসে।
মধ্যবিরতির পর ৫২ মিনিটে বক্সের মধ্যে গোমিসকে ফেলে দিয়ে লাল কার্ড দেখেন চেলসি গোলরক্ষক থিবো কোর্তোয়া। এতে অস্কারকে তুলে বদলি গোলরক্ষক হিসেবে আসমির বেগোভিচকে নামাতে বাধ্য হন মরিনহো। আর পেনাল্টির সুযোগটাও ভালোভাবেই কাজে লাগান ফরাসি ফরোয়ার্ড গোমিস। নিখুঁত শটে সোয়ানসিকে দ্বিতীয়বার সমতায় ফেরান তিনি।
ম্যাচের বাকি সময় দশ জন নিয়ে প্রতিপক্ষের রক্ষণে চাপ সৃষ্টি করেও গোলমুখ খুলতে পারেনি ব্লুজরা। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই তাই মাঠ ছাড়তে হয় ফেব্রেগাসদের।
এমআর