ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এশিয়াডে ১৬৩ সদস্যের বাংলাদেশ কন্টিনজেন্ট

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০৮ আগস্ট ২০১৮

ডিসিপ্লিন ১৪টি। ক্রীড়াবিদ ১১৭ জন। কোচ ও অফিসিয়াল মিলে আরো ৩১। সেই সঙ্গে সেফ দ্য মিশন, ডেপুটি সেফ দ্য মিশন, ডাক্তার, প্রশাসনিক কর্মকর্তা ও নামের আগে নানা পদবী লাগিয়ে যাচ্ছেন আরো ১৫ জন। এই হলো ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের চিত্র। প্রাপ্তির সম্ভাবনা ক্ষীণ হলেও ১৬৩ জন ব্যাগ গোছাচ্ছেন ইন্দোনেশিয়া যাত্রার।

গত ইনচিয়ন এশিয়ান গেমস থেকে পদক এসেছিল ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ। এর মধ্যে রৌপ্য পাওয়া নারী ক্রিকেট এবার নেই। নেই ব্রোঞ্জ পাওয়া পুরুষ ক্রিকেট দল। পদক ধরে রাখার চ্যালেঞ্জ নিয়ে যাচ্ছে শুধু নারী কাবাডি দল। মালেকা-শিলারা ব্রোঞ্জ ধরে রাখতে না পারলে এবার পদকশূণ্য থাকার আশঙ্কাও আছে বাংলাদেশের।

তারপরও বিশাল এক বহর নিয়েই এশিয়ান গেমসে হাজির হচ্ছে বাংলাদেশ। কাবাডির বাইরে শ্যুটিং ও আরচারিতে ভালো ফলাফল অর্জনের আশা করছেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। আরচারিতে কি ভালো ফলাফল হতে পারে? এমন প্রশ্নের উত্তরে বিওএর ট্রেজারার ও আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল বলেছেন, ‘ভালোটা কী তা আমরাও জানি, আপনারাও জানেন।’ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজাও কন্ঠ মিলিয়েছেন আরচারির সাধারণ সম্পাদকের সাথে।

এশিয়ান গেমসে সেফ দ্য মিশন হয়ে ইন্দোনেশিয়া যাচ্ছেন বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের সাবেক সভাপতি লে.জেনারেল আবুল হোসেন এবং ডেপুটি সেফ দ্য মিশন হয়ে যাচ্ছেন বিওএ সদস্য লে. কমান্ডার এ কে সরকার। এশিয়ান গেমসের মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সিমান্ত।

গেমসের একটি অগ্রগামী দল বৃহস্পতিবার ইন্দোনেশিয়া যাচ্ছে। আর সবার আগে ফুটবল দল ইন্দোনেশিয়া যাবে ১১ আগস্ট। ফুটবলাররা এখন আছেন দক্ষিণ কোরিয়ায়। সেখান থেকেই দল পৌঁছবে গেমসের শহরে।

এশিয়ান গেমসে ক্রীড়াবিদ, কোচ ও অফিসিয়াল

অ্যাথলেটিকস
ক্রীড়াবিদ : আবু তালেব, সুমি আক্তার।
কোচ অ্যান্ড ম্যানেজার : রাজিয়া সুলতানা অনু।

Asiad
আরচারি
ক্রীড়াবিদ : রুমান সানা, তামিমুল ইসলাম, ইব্রাহিম শেখ রেজওয়ান, ইমদাদুল হক মিলন, নাসরিন আক্তার, ইতি খাতুন, বিউটি রায়, অসীম কুমার দাস, আবুল কাশেম মামুন, জাভেদ আলম, বন্যা আক্তার, রোখসানা আক্তার, সুমা বিশ্বাস।
ম্যানেজার : রশিদুজ্জামান সেরনিয়াবাত, সহকারী ম্যানেজার-কাজী রাফিত ইবনে রাজীব, কোচ-মার্টিন ফ্রেডরিখ, সহকারী কোচ-জিয়াউর রহমান।

বাস্কেটবল
ক্রীড়াবিদ : তারেক আজিজ, নাইমুর রহমান, সাইফুল ইসলাম, মিথুন কুমার বিশ্বাস।
কোচ অ্যান্ড ম্যারেজার : ফজল রেহান।

ব্রীজ
ক্রীড়াবিদ : নুরুল হুদা শামসুজ্জামান, সাঈদ আহমেদ, বনি আমিন, মোহাম্মদ সালাহউদ্দিন, দেওয়ান মো. হানজালা।
ম্যানেজার : এম.এ কুদ্দুস।

ফুটবল
ক্রীড়াবিদ : আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান, বিশ্বনাথ ঘোষ, ফজলে রাব্বি, জাফর ইকবাল, জামাল ভুঁইয়া, মাহবুবুর রহমান, তপু বর্মন, মাহফুজ হাসান প্রীতম, মনজুরুর রহমান, মাসুক মিয়া জনি, মো. আবদুল্লাহ, সুশান্ত ত্রিপুরা, টুটুল হোসেন বাদশা, সা’দ উদ্দিন, রহমত মিয়া, মতিন মিয়া, রবিউল হাসান, বিপুল আহমেদ, আতিকুর রহমান ফাহাদ।
ম্যানেজার : সত্যজিৎ দাস রুপু, কোচ-জেমি ডে, সহকারী কোচ-স্টুয়ার্ট পল ওয়াটকিস, ফিটনেস কোচ-রজার পল ডেভিস।

গলফ
ক্রীড়াবিদ : শফিক বাখা, শাহাব উদ্দিন, স¤্রাট শিকদার, সোনিয়া আক্তার, লিজা আক্তার।
ম্যানেজার : কর্ণেল মো. শহিদুল হক (অব.), কোচ-লে.কর্ণেল মোহাম্মদ আবদুল বারী (অব.)।

Asiad

হকি
ক্রীড়াবিদ : অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, মামুনুর রহমান চয়ন, ইমরান হাসান পিন্টু, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ শিটুল, আশরাফুল ইসলাম, কামরুজ্জামান রানা, সোহানুর রহমান সবুজ, সারোয়ার হোসেন, রোমান সরকার, নাইমউদ্দিন, ফজলে রাব্বী, রাসেল মাহমুদ জিমি, পুস্কর খিসা মিমো, মিলন হোসেন, মইনুল ইসলাম কৌশিক, আরশাদ।
দলনেতা : সাজেদ এ এ আদেল, ম্যানেজার মাহবুবুল এহসান রানা, কোচ-ইমান গোবিনাথন কৃষ্ণমূর্তি, ফিজিওথেরাপিস্ট-আশিক উজ্জামান।

কাবাডি (পুরুষ)
ক্রীড়াবিদ : মাসুদ করিম, রুহুল আমিন, আরিফ রব্বানি, শাজিদ হোসেন, আরদুজ্জামান মুন্সি, আনোয়ার হোসেন, আশরাফুল শেখ, তুহিন তরফদার, জিয়াউর রহমান, সবুজ মিয়া, জাকির হোসেন, ফাতিন ফুয়াদ।
ম্যানেজার : গাজী মোজাম্মেল হক, কোচ-সুবিমল চন্দ্র দাস।

কাবাডি (মহিলা)
ক্রীড়াবিদ : শাহনাজ পারভীন মালেকা (অধিনায়ক), শিলা আক্তার, রূপালী আক্তার, শারমীন সুলতানা রিমা, ফাতেমা আক্তার পলি, শ্রাবনী মল্লিক, হাফিজা আক্তার, স্মৃতি খাতুন, রেখা আখতারী, কোচি রানী মন্ডল, কোহিনুর বেগম, দিশামনি সরকার।
ম্যানেজার :শাহিনা আমিন, কোচ-আবদুল জলিল।

সাঁতার
ক্রীড়াবিদ : মাহফিজুর রহমান সাগর, খাদিজা আক্তার।
কোচ অ্যান্ড ম্যানেজার : নিবেদিতা দাস।

ভারোত্তোলন
ক্রীড়াবিদ : মাবিয়া আক্তার সিমান্ত।
কোচ অ্যান্ড ম্যানেজার : ফিরোজা পারভীন।

কুস্তি
ক্রীড়াবিদ : আলী আমজাদ, শরৎ চন্দ্র রায়, শিরিন সুলতানা।
কোচ অ্যান্ড ম্যানেজার : মো. আশরাফ আলী।

Asiad

শ্যুটিং
ক্রীড়াবিদ : অর্ণব শাহরিয়ার লাদিফ, সৈয়দা আতকিয়া হোসেন, নুর হোসেন আলিফ, আরদিনা ফেরদৌস, আবদুল্লাহ হেল বাকি, রিসালাতুল ইসলাম, উম্মে জাকিয়া সুলতানা, শারমিন আক্তার রতœা, রবিউল ইসলাম, শোভন চৌধুরী, শাকিল আহমেদ, পিয়াশ হোসেন, সুরাইয়া আক্তার, শারমিন শিল্পা, আরদিনা ফেরদৌস, আরমিন আশা, সাব্বির হাসান।
অফিসিয়াল : আহমেদ কবীর, রিনা পারভীন। কোচ : ক্লাভস জর্ন ক্রিস্টেনসেন, ইয়ং কিম।

বিচ ভলিবল
ক্রীড়াবিদ : মনির হোসেন, শাহজাহান আলী।
কোচ অ্যান্ড ম্যানেজার : মাসুদুল হক।

রোইং
ক্রীড়াবিদ : আমিনুল ইসলাম মেথু।
কোচ অ্যান্ড ম্যানেজার : খোরশেদ আলম।

এশিয়াডে বাংলাদেশের পদক

সাল              আয়োজক        ডিসিপ্লিন         পদক

১৯৮৬            সিউল            বক্সিং             ব্রোঞ্জ

১৯৯০            বেইজিং          কাবাডি           রৌপ্য

১৯৯৪            হিরোশিমা        কাবাডি           রৌপ্য

১৯৯৮            ব্যাংকক          কাবাডি           ব্রোঞ্জ

২০০২            বুসান             কাবাডি           রৌপ্য

২০০৬            দোহা             কাবাডি           ব্রোঞ্জ

২০১০            গুয়াংজু           ক্রিকেট           স্বর্ণ

২০১০            গুয়াংজু           ক্রিকেট(নারী)   রৌপ্য

২০১০            গুয়াংজু           কাবাডি (নারী)   ব্রোঞ্জ

২০১৪            ইনচিয়ন           ক্রিকেট (নারী)  রৌপ্য 

২০১৪            ইনচিয়ন            ক্রিকেট              ব্রোঞ্জ 

২০১৪            ইনচিয়ন             কাবাডি (নারী)     ব্রোঞ্জ

আরআই/এমএমআর/জেআইএম

আরও পড়ুন