ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বৃষ্টিতে ভেস্তে গেল ‘এ’ দলের প্রথম ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:০২ এএম, ০২ আগস্ট ২০১৮

আয়ারল্যান্ড সফরের প্রথম ম্যাচেই বৃষ্টির বাঁধা পেল বাংলাদেশ ‘এ’ দল। পাঁচ ম্যাচ আনঅফিশিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৫ ওভার।

উইকলোর ওক হিল ক্রিকেট ক্লাব মাঠে বৃষ্টির বাঁধা আসার আগেই খানিক বিলম্বে টস করে ফেলেন ম্যাচ রেফারি। টসে জিতে বাংলাদেশ দলের অধিনায়ক মুমিনুল হক আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত জানান।

কিন্তু স্বাগতিকরা মাঠে নামার আগেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টির লুকোচুরি খেলার ফাঁকে ম্যাচ থেকে হারিয়ে দুই দলের ইনিংসের ২২টি করে ওভার। ২৮ ওভার প্রতি ইনিংসে খেলার সিদ্ধান্ত নেয়া হয়।

বৃষ্টি কমলে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। তারা পাঁচ ওভার ব্যাট করতেই আবারো নামে বৃষ্টি। যার ফলে আর খেলা চালিয়ে নেয়া সম্ভব হয়নি। পাঁচ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান করেছিল তারা।

৩ আগস্ট সিরিজের দ্বিতীয় আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

প্রথম ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের একাদশ : মুমিনুল হক, জাকির হাসান, সাঈফ হাসান, মোহাম্মদ মিথুন, ফজলে মাহমুদ, মোহাম্মদ আল আমিন, কাজী নুরুল হাসান, মোহাম্মদ সাঈফউদ্দীন, সানজামুল ইসলাম, খালেদ আহমেদ ও শরীফুল ইসলাম।

এসএএস/আরআইপি

আরও পড়ুন