ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

পাকিস্তান সুপার লীগে খেলবেন সাকিব-তামিম

প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০৭ আগস্ট ২০১৫

২০১৬ সালের ফেব্রুয়ারিতে আইপিএল, বিপিএল ও সিপিএলের আদলে পাকিস্তান আয়োজন করতে যাচ্ছে পিসিএল (পাকিস্তান সুপার লীগ)। সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে দীর্ঘদিন বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। যদিও মাসখানেক আগে জিম্বাবুয়ের পাকিস্তান সফর দিয়ে সেই বন্ধে ছেদ পড়েছে। এরপরও বিশ্ব ক্রিকেটের কাছে এখনও জন্য পুরোপুরি নিরাপদ নয় পাকিস্তান। আর তাই পিসিএল এর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ কাতারে।

পাকিস্তানের ক্রিকেট সম্পর্কিত জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকেটডটকম ও নিউজ ট্রাইবের খবরে বলা হয়েছে , পিসিএলে যে কয়জন ক্রিকেটার খেলার ব্যাপারে সম্মতি দিয়েছেন তাঁদের তালিকায় নাম আছে সাকিব আল হাসান ও তামিম ইকবালেরও। তালিকায় আরো রয়েছেন কুমার সাঙ্গাকারা, জ্যাক ক্যালিস ও ক্রিস গেইল।

প্রতি বছর বাংলাদেশের ঘরোয়া লীগে বেশ কয়েকজন পাকিস্তানী ক্রিকেটার অংশ নেন। দুই দেশের ক্রিকেট বোর্ডের দন্দে সেই ধারাবাহিকতায় কিছুটা ছেদ পড়লে সবকিছু এই চুক্তিতে রফা হয় যে, বাংলাদেশের ক্রিকেটারদেরও ক্ষেত্রবিশেষে পাকিস্তানে খেলতে দিতে হবে। সেই কারণেই হয়ত মৌখিকভাবে পিসিএলে খেলার ব্যাপারে রাজী হয়েছেন সাকিব ও তামিম।

এআরএস