মেজবাহকে হটিয়ে দ্রুততম মানব হাসান
সাতবারের দ্রুততম মানব মেজবাহ আহমেদকে হারিয়ে দেশের দ্রুততম মানব হয়েছেন মোহাম্মদ হাসান মিয়া। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৪তম সামার অ্যাথলেটিকসের ১০০ মিটার স্প্রিন্টে বিকেএসপির নবম শ্রেনীর ছাত্র হাসান ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন। সাতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মেজবাহ দ্বিতীয় হয়েছেন ১০.৯০ সেকেন্ড সময় নিয়ে।
ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রানীর আসন ধরে রেখেছেন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে শিরিন ১২.২০ সেকেন্ড সময় নিয়ে দেশের দ্রুততম মানবীর খেতাব ধরে রেখেছেন। এটি তারা সপ্তমবারের মতো দেশের দ্রুততম মানবীর মুকুট জয়। এর মধ্যে দিয়ে তিনি স্পর্শ করলেন লাভলী সুলতানার সাতবার দ্রুততম মানবী হওয়ার রেকর্ড।
ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে তৃতীয় হয়েছেন মোহাম্মদ আবদুর রউফ। বাংলাদেশ নৌবাহিনীর এ অ্যাথলেট ব্রোঞ্জ জিতেছেন ১১.০০ সেকেন্ড সময় নিয়ে। মেয়েদের ১০০ মিটারে শিরিন আক্তারকে চ্যালেঞ্জ করেছিলেন তারই সংস্থার সোহাগী আক্তার। কিন্তু ০০.১০ সেকেন্ড পেছনে পড়ে রৌপ্য জিতেছেন সোহাগী। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর শরীফা খাতুন।
আরআই/এমএমআর/পিআর