ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফাইনালে মুখোমুখি রিয়াল-বায়ার্ন

প্রকাশিত: ০৭:১৩ এএম, ০৫ আগস্ট ২০১৫

অডি কাপের ফাইনালে আজ মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও জার্মান দৈত্য বায়ার্ন মিউনিখ। মঙ্গলবার সেমিফাইনালে টটেনহামকে ২-০ গোলে হারিয়ে অডি কাপের ফাইনাল নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। অপর সেমিফাইনালের ম্যাচে এসি মিলানকে ৩-০ গোলে হারায় বায়ার্ন।

ইনজুরির কারণে সেরা তারকা রোনালদো না থাকায় দায়িত্ব থাকে বেলের উপর। সামনে থেকেই টটেনহামের বিপক্ষে রিয়ালকে নেতৃত্ব দেন গ্যারেথ বেল। পুরনো ক্লাব টটেনহ্যামের বিপক্ষে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ৩৬ মিনিটেই এগিয়ে যায় তারা। গোল করেন কলম্বিয়ান স্ট্রাইকার জেমস রদ্রিগেজ। এরপর ৭৯ মিনিটে গোল করে জয় নিশ্চিত করেন বেল।

অন্য ম্যাচে বায়ার্নের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয় চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সফল দল এসি মিলান। খেলার ২৩ মিনিটে ডগলাস কস্তার পাস থেকে বায়ার্নকে এগিয়ে দেন জুয়ান বার্নাট। ৭৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জার্মানির বিশ্বকাপ হিরো মারিও গোৎজে। আর ৮৫ মিনিটে টমাস মুলারের ক্রস থেকে গোল করেন রবার্ট লেওনডেস্কি।

বৃহস্পতিবার রাতে বায়ার্নের মাঠ অ্যালিয়েঞ্জ এরেনায় অনুষ্ঠিত হবে ফাইনাল এই ম্যাচ। বাংলাদেশ সময় রাত ১২.৩০ মিনিটে ফাইনাল ম্যাচে বায়ার্নের বিপক্ষে মাঠে নামবেন বেল-রদ্রিগেজরা।

আরটি/এমআর