দলে ফিরলেন ডি ভিলিয়ার্স
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ফিরেছেন এবি ডি ভিলিয়ার্স। সদ্য শেষ হওয়া বাংলাদেশ সফরে ওয়ানডে এবং টেস্ট সিরিজ না খেলে দেশে ফিরে গিয়েছিলেন ডি ভিলিয়ার্স।
এদিকে ভিলিয়ার্সের পর এবার পিতৃত্বজনিত কারণে ছুটি নিতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার আরও দুই ক্রিকেটার, অলরাউন্ডার জেপি ডুমিনি এবং ফাস্ট বোলার মরনে মরকেল। নিউজিল্যান্ডের বিপক্ষে দু’জনই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করবেন। তবে তারা দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলবেন।
ডারবানে ১৪ আগষ্ট প্রথম টি২০ হওয়ার পর সিরিজের দ্বিতীয় এবং শেষ ম্যাচটি হবে সেঞ্চুরিয়নে। সেখানেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১৯ আগষ্ট। দ্বিতীয় এবং শেষ ওয়ানডে হবে যথাক্রমে ২৩ ও ২৬ আগষ্ট।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: এবি ডি ভিলিয়ার্স (অধিনায়ক), কাইল অ্যাবট, হাশিম আমলা, ফারহান বিহারদিয়েন, ফ্যাফ ডু প্লেসিস, ইমরান তাহির, ডেভিড মিলার, অ্যারন ফানগিসো, ভারনন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা, রাইলে রুশো, ডেল স্টেইন, মরনে ফন উইক, ডেভিড উইজে।
এমআর