ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আগে নারী পরে খেলোয়াড়

প্রকাশিত: ০৮:৩৪ এএম, ০৪ আগস্ট ২০১৫

ভারতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসাবে উইম্বল্ডন ডাবলস খেতাব জিতে  নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এমন কৃতিত্ব খুবই কম রয়েছে ভারতীয় খেলা জগতের ইতিহাসে।

এরপরও ভারতীয় টেনিস কন্যা নিজেকে আগে একজন নারী, পরে খেলোয়াড় বলে মনে করেন। সম্প্রতি ভারতের আন্তর্জাতিক জুয়েলারি সপ্তাহ পালন উৎসবে তিনি নিজেকে এভাবেই তুলে ধরেন।

তিনি বলেন, আমি একজন খেলোয়াড়। তবে সবার আগে আমি একজন মেয়ে। তাই অন্য মেয়েদের মতো অলঙ্কার আমারও প্রিয়। খেলোয়াড় হওয়ার অর্থ এই নয় যে, অন্য মেয়েদের যেসব বিষয় পছন্দ আমি সেসব সম্পর্কে উদাসীন।

জুয়েলারি মেলা থেকে নিজের মতো করে অলঙ্কার সংগ্রহ করেছেন সানিয়া। ডিজাইনার মনি আগারওয়ালের ডিজাইনকৃত ‘জোরাকশি’ সঙ্গে করে নিয়েছিলেন।

এমআর