ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অলিম্পিক কমিটি থেকে ব্ল্যাটারের পদত্যাগ

প্রকাশিত: ১০:৫১ এএম, ০৩ আগস্ট ২০১৫

আসন্ন ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে আবারো প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অলিম্পিক কমিটি থেকে পদত্যাগ করলেন সেপ ব্ল্যাটার। এর আগে আর্থিক দুর্নীতির দায়ে ফিফা থেকে পদত্যাগ করেন ব্লাটার।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট থমাস বাচ জানান, শেষ আট বছর ধরে ব্ল্যাটার আইওসি’র সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন। সাত মাস পরেই তার মেয়াদ শেষ হয়ে যেতো। ১৯৯৯ সাল থেকে ব্ল্যাটার এখানে নিয়োজিত থাকলেও কুয়ালালামপুরে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে যোগ দেননি তিনি।

এ বছরের ২৯ মে ফিফার প্রেসিডেন্ট হিসেবে ব্ল্যাটার পঞ্চম বারের মতো ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে, তার বিরুদ্ধে ওঠা নানা দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে তিনি ০২ জুন পদত্যাগের ঘোষণা দেন।

এমআর