ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সংখ্যায় সংখ্যায় রাশিয়া-সৌদি আরব ম্যাচ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:৩৯ এএম, ১৫ জুন ২০১৮

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই প্রথা রক্ষা করে স্বাগতিক দেশ জয় দিয়ে শুরু করলো। সৌদি আরবকে ঘরের মাঠে রীতিমতো বিধ্বস্ত করেছে স্বাগতিক রাশিয়া। ৫-০ গোলের বিশাল জয়ে কিছু মাইলফলকও স্পর্শ করেছে লেভ ইয়াসিনের দেশ। সংখ্যায় সংখ্যায় সেগুলোকে তুলে ধরা হলো।

১- নিজেদের প্রথম ম্যাচে প্রথমবারের মতো বিশ্বকাপে ৫ গোলের ব্যবধানে জিতলো রাশিয়া।

২- ১৯৩৪ সালের পর (ইতালি ৭-১ যুক্তরাষ্ট্র) বিশ্বকাপ ইতিহাসের উদ্বোধনী ম্যাচে এটিই সবচেয়ে বড় জয়।

২- ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো এক ম্যাচে দুজন বদলি হিসেবে নেমে দুজনই রাশিয়ান ফুটবলার গোল করেছেন।

২- রাশিয়ার ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এক ম্যাচে হেড থেকে দুটি গোল করলেন তাদের খেলোয়াড়েরা।

৩- বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় ফুটবলার হিসেবে উদ্বোধনী ম্যাচে হেড দিয়ে বিশ্বকাপের প্রথম গোলটি করলেন গ্যাজিন্সকি।

৪- চতুর্থ ফুটবলার হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ২টি অ্যাসিস্ট করেছেন গলভিন।

৬- ষষ্ঠবারের মতো বিশ্বকাপ ইতিহাসে স্বাগতিক দেশ হিসেবে ৫ বা তার বেশি গোলের ব্যবধানে জয়ের ঘটনা ঘটলো।

১০- দশম ফুটবলার হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জোড়া গোল করার কৃতিত্ব দেখালেন চেরিশভ।

১৪- ২০০২ সালের পর থেকে বিশ্বকাপে হেড থেকে ১৪টি গোল হজম করেছে সৌদি আরব। যা এই সময়ে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি হেড থেকে গোল হজম করার রেকর্ড।

২৪- ম্যাচের ২৪ মিনিটে ইনজুরির কারণে মাঠ ত্যাগ করেন রাশিয়ার জাগোয়েভ। বদলি করে চেরিশভকে নামানো হয়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সবথেকে দ্রুত সময়ে খেলোয়াড় পরিবর্তনের রেকর্ড এটি।

৮৪- ৮৪ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রথমার্ধে দুই বা তার বেশি গোল দেখলো বিশ্ব। সর্বশেষ ১৯৩৪ সালের বিশ্বকাপে প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে ছিল ইতালি।

৮৮- বদলি হিসেবে নেমে ৮৮ সেকেন্ডেই গোল করেন রাশিয়ার জিউবা। ২০০২ সালে বদলি হিসেবে নেমে ৫৯ সেকেন্ড গোল করেছিলেন পোল্যান্ডের জিউলাক।

গলভিন - বিশ্বকাপ ফুটবল ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ফ্রি কিক থেকে গোল করেছেন তিনি।
• প্রথম রাশিয়ান ফুটবলার হিসেবে গলভিন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ১ গোল ও ২ অ্যাসিস্ট করেছেন।

চেরিশভ – ভিয়রিয়ালের দ্বিতীয় ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করলেন চেরিশভ।
• প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করলেন চেরিশভ। বিশ্বকাপের সব ম্যাচ মিলিয়ে পঞ্চম ফুটবলার তিনি।

গ্যাজিন্সকি-
• ২০০৬ সালের পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রথম অনটার্গেট শটেই গোল করেন গ্যাজিন্সকি। সর্বশেষ, ২০০৬ সালে করেছিলেন ফিলিপ লাম।

আরআর/বিএ

আরও পড়ুন