ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপ অনুশীলনে যোগ দিয়েছেন সালাহ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:৩০ পিএম, ১৩ জুন ২০১৮

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচে পাওয়া ইনজুরির কারণে গত আড়াই সপ্তাহ ধরে মাঠের বাইরে ছিলেন লিভারপুলের মিসরিয়ান তারকা মোহামেদ সালাহ। করতে পারেননি কোনো অনুশীলনও। অবশেষে অনুশীলনে ফিরেছেন ‘মিসরের রাজা’ খ্যাত সালাহ।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সার্জিও রামোসের করা সেই ফাউলে শঙ্কার মুখে পড়ে গিয়েছিল সালাহর বিশ্বকাপ যাত্রাই। তবে পরীক্ষা-নিরীক্ষার পর জানা গিয়েছে বিশ্বকাপের প্রথম ম্যাচে না হলেও, দ্বিতীয় ম্যাচ থেকে মাঠে দেখা যাবে মিসরের বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ করা রাজপুত্রকে।

SALAH

তবে মঙ্গলবার দলের অনুশীলনে যোগ দিলেও এখনো নিশ্চিত নয় উরুগুয়ের বিপক্ষে মিসরের প্রথম ম্যাচেই খেলবেন কিনা সালাহ। মিসর ফুটবল দলের পরিচালক ইহাব লাহিতা বলেন, ‘সালাহর শারীরিক উন্নতি আশা জাগানিয়া। তবে এখনো সিদ্ধান্তে পৌঁছানোর মতো অবস্থায় আসেনি। সে যত অনুশীলন করবে আমরা ততো ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবো।’

বিশ্বকাপের ‘এ’ গ্রুপে মিসরের প্রথম ম্যাচের প্রতিপক্ষ উরুগুয়ে। শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় একাতেরিনবার্গ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সালাহর এই ম্যাচে খেলার সম্ভাবনা খুবই কম। তবে ১৯ জুন স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ম্যাচে নিশ্চিতভাবেই খেলবেন সালাহ। ২৫ জুন সৌদি আরবের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে সালাহর মিসর।

এসএএস/জেআইএম

আরও পড়ুন