ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কে হচ্ছেন বিশ্বকাপে স্পেনের কান্ডারি?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৩ জুন ২০১৮

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগের দিনই স্পেন দলের কোচের পদ থেকে বরখাস্ত হলেন হুলেন লোপেতেগুই। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো এরকম বিরল কোন ঘটনার সাক্ষী হলো পুরো ফুটবল দুনিয়া। তবে বিশ্বকাপে দলের দায়িত্ব কে নেবেন, তা নিয়ে ইতোমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছেন স্পেন জাতীয় দলের বোর্ড কর্মকর্তারা।

এত দ্রুত সময়ের মধ্যে কে স্পেন দলের দায়িত্ব নেবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। স্পেন ফুটবল ফেডারেশন প্রধান লুইস রুবিয়ালেসের ভাষ্যমতে, এখন অবধি তাদের কোন পছন্দ নেই।তবে স্পেন ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্ডো হিয়েরোই নাকি আপাতত কোচ হওয়ার তালিকায় সবার চেয়ে এগিয়ে।

এদিকে গুঞ্জন আছে, কোচ হওয়ার দৌড়ে আছেন স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসের কোচ কুইকুয়ে স্যাটিয়েনও। লোপেতেগুইয়ের সহকারী পাবলো সাঞ্চেজকেও দায়িত্ব দেয়া হতে পারে। লোপেতেগুয়ের সহকারী বিধায় তিনিও ফেভারিট লোপেতেগুয়ের উত্তরসূরি হওয়ায়। আবার শোনা যাচ্ছে, স্পেন অনুর্ধ্ব-২১ দলের কোচ আলবার্ট সেলাদেসের নামও।

হঠাৎ করে গতকাল স্প্যানিশ ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী কোচ হিসেবে স্পেন কোচ লোপেতেগুইয়ের নাম ঘোষণা দেয়। বিশ্বকাপকে হাতে রেখে হঠাৎ এই চুক্তির সিদ্ধান্ত মোটেও ভালোভাবে নেয়নি স্পেন ফুটবল ফেডারেশন। তাই এক দিনের মাঝেই লোপেতেগুইকে বরখাস্ত করেছে তারা।

উল্লেখ্য, জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত কোন হারের মুখ দেখেননি লোপেতেগুই। আর স্পেন মূল দলের কোচ হয়ে আসার পূর্বে স্পেন অনূর্ধ্ব ১৯ এবং ২১ দলের হয়ে জিতেছেন ইউরো।

এসএস/এমএমআর/পিআর

আরও পড়ুন