ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আইসল্যান্ডের খেলোয়াড়দের উচ্চতাই আর্জেন্টিনার ভয়ের কারণ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ১২ জুন ২০১৮

বিশ্বকাপে প্রথমবারের মতো সুযোগ করে নিয়েই চমকের অপেক্ষায় প্রহর গুণছে ইউরোপের ছোট্ট দেশ আইসল্যান্ড। সাড়ে তিন লাখ জনসংখ্যার দেশটি বিশ্বকাপে প্রথমেই মুখোমুখি আর্জেন্টিনার। দুই বারের চ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র-ই তাদের কাছে জয়ের সমান। তাদের বিপক্ষে ড্র পেতেও বেশ বেগ পেতে হবে আর্জেন্টিনাকে। কেননা, আইসল্যান্ডের ফুটবলারদের উচ্চতাই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে মেসিদের সামনে।

বিশ্বকাপে খেলোয়াড়দের উচ্চতার দিক দিয়ে শীর্ষ পাঁচ দলের একটি হলো আইসল্যান্ড। আইসল্যান্ডের খেলোয়াড়দের গড় উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। কেবলমাত্র সার্বিয়া, সুইডেন, জার্মানি ও ডেনমার্কের খেলোয়াড়দের গড় উচ্চতা তাদের থেকে বেশি। যেখানে আর্জেন্টিনা, আইসল্যান্ডের থেকে অনেক পিছিয়ে। আইসল্যান্ডের সাত ডিফেন্ডারের ভেতর ৬ জনেরই উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চির বেশি। এ কারণে রক্ষণভাগ বেশ পাকাপোক্ত তাদের।

অন্যদিকে আর্জেন্টিনার খেলোয়াড়দের গড় উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। রক্ষণভাগের ফাজিও ৬ ফুট ৪ ইঞ্চি, মার্কস রোহো ৬ ফুট ১ ইঞ্চি এবং স্ট্রাইকার হিগুয়াইনের উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। আর্জেন্টিনার বাকি সবার উচ্চতা ৬ ফুটের নিচে।

ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও আইসল্যান্ডের খেলোয়াড়দের এই উচ্চতাই ভুগিয়েছে বিপক্ষ দলগুলোকে। বেশিভাগ ম্যাচেই তারা হেডে গোল করেছে। বাছাইপর্বের ১৬ গোলের ৫টিই তারা করেছে হেডে। যা মোট গোলের ৩১%। কাজেই বলা যায়, উদ্বোধনী ম্যাচেই আর্জেন্টিনাকে প্রতিপক্ষের পাশাপাশি তাদের উচ্চতার সঙ্গেও লড়াই করতে হবে।

আরআর/আরআইপি

আরও পড়ুন