স্পেনের বর্তমান কোচই হবেন রিয়ালে জিদানের উত্তরসূরি
হঠাৎ করেই জিনেদিন জিদানের দায়িত্ব ছেড়ে দেয়ায় অবাক হয়েছে পুরো ফুটবল বিশ্ব। রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উপহার দেয়ার পরও জিদানের কোচের দায়িত্ব ছাড়ায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। একইভাবে গুঞ্জন ছড়িয়ে পড়ে, কে হচ্ছেন রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ। সম্ভাব্য কোচদের তালিাকয় সবার শীর্ষে ছিলেন টটেনহ্যামের মাওরিসিও পোচেত্তিনো। জার্মানির কোচ জোয়কিম লো এবং সর্বশেষ ব্রাজিল কোচ তিতের কথাও শোনা গেলো সম্ভাব্যদের তালিকায়।
কিন্তু এবারও কোচ নিয়োগের ক্ষেত্রে বিশাল এক চমকের জন্ম দিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। হঠাৎ করেই আজ (মঙ্গলবার) তারা ঘোষণা দিয়েছে, ‘বিশ্বকাপের পর স্পেনের বর্তমান কোচ হুলেন লোপেতেগুই হচ্ছেন রিয়ালের পরবর্তী কোচ।’
নিজেদের অফিসিয়াল টুইটার পেজে, অফিসিয়াল বার্তা দিয়েছে রিয়াল মাদ্রিদ। টুইট বার্তায় তারা জানিয়েছে, ‘হুলেন লোপেতেগুই হচ্ছেন রিয়ালের পরবর্তী কোচ। ২০১৮ বিশ্বকাপের শিরোপা উদযাপন শেষেই তিনি রিয়ালের দায়িত্ব নেবেন।’
টুইটারে ছোট্ট এই ঘোষণার মধ্য দিয়েই শেষ হলো রিয়ালের পরবর্তী কোচ নিয়ে সব জ্বল্পনা-কল্পনার। আপাতত মাদ্রিদিস্তারা এবার নিশ্চিন্তে মনযোগ দিতে পারবেন, রাশিয়া বিশ্বকাপের দিকে। যদিও বিশ্বকাপের সময় লোপেতেগুইয়ের মাথায় ভর করবে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবকে ম্যানেজ করার চিন্তা।
আইএইচএস/আরআইপি