ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে হারালো জিম্বাবুয়ে

প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০২ আগস্ট ২০১৫

তিন ম্যাচে সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক জয় পেয়েছে জিম্বাবুয়ে। কিইউদের বেঁধে দেয়া ৩০৪ রান ৭ উইকেট হাতে রেখে সহজেই টপকে যায় স্বাগতিকরা। ১০৮ বলে ১৩০ রানের অসাধারণ এক ইনিংস খেলে বড় অবদান রাখেন ক্রেগ আরভিন।

রোববার হারারেতে টস হেরে আগে ব্যাট করে ৪ উইকেটে ৩০৩ রানের বিশাল পূঁজি গড়ে সফরকাররী। জবাবে ৪৯ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

হ্যামিল্টন মাসাকাদজা ও চামু চিবাবার উদ্বোধনী জুটিতে আসে ৭৪ রান। ৪২ রান করেন চিবাবা। তবে দ্বিতীয় উইকেটে আরভিনের সঙ্গে ১২০ রানের বড় একটি জুটি গড়েন মাসাকাদজা। ৯৯ বলে ৮৪ রান তার।

এরপর এল্টন চিগুম্বুরা ও শেন উইলিয়ামসের সঙ্গে জুটি গড়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করে জিম্বাবুয়েকে জয় উপহার দেন আরভিন। ১১ চার ও পাঁচ ছক্কায় ১৩০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তিনি।

এই জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মঙ্গলবার মুখোমুখি হবে দুই দল।

বিএ