বিশ্বকাপে ইংল্যান্ডের গোপন অস্ত্র!
৫০ বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে এখনো বিশ্বকাপে শিরোপার মুখ দেখেনি ইংল্যান্ড। সর্বশেষ ১৯৬৬ সালে বিশ্বকাপ জয়ের পর দীর্ঘ সময় ধরে দিনের পর দিন ব্যর্থ হচ্ছে ইংলিশরা। এবার নিজেদেরকে বিশ্বকাপের সময় চাঙ্গা রাখতে এক গোপন অস্ত্রেরই সন্ধান পেয়েছে ইংল্যান্ড। সেটি আর কিছু নয়, এক প্রকারের ঔষধি চা।
ইংল্যান্ডের এই ঔষধি চা প্রীতি এসেছে দলে খেলা টটেনহ্যামের খেলোয়াড়দের মাধ্যমে। ইংলিশ ক্লাব টটেনহ্যামের কোচ মারিও পচেত্তিনো। তিনি ক্লাবের খেলোয়াড়দের দক্ষিণ আমেরিকার এই বিশেষ ঔষধি চা খাওয়ার পরামর্শ দেন। তারপর থেকে ইংলিশ খেলোয়ার দেলে আলি, ড্যানি রোজ, হ্যারি কেইনরা এই চায়ে অভ্যস্ত হয়ে পড়ে।
প্যারাগুয়ের ইয়ার্বা গাছের পাতা থেকে চা পাতা তৈরি করা হয়। ইয়ার্বাকে দক্ষিণ আমেরিকায় পবিত্র গাছ ধরা হয়। এই চা তৈরি করা হয় লাউয়ের মতো দেখতে একটি লোহার তৈরি পটের ভেতর যেটাকে বলা হয় ‘বমবিলা’।
টটেনহ্যামের ইংলিশ ফুটবলার এরিক ডায়ার বলেন, ‘টটেনহ্যামের অনেক খেলোয়াড় এই চা পানে অভ্যস্ত হয়ে পড়েছে। আমার কাছে তো রীতিমত নেশার মত এই চা।’
‘টটেনহ্যামে অনেক আর্জেন্টাইন এটি পান করে থাকে। সেখান থেকেই ইংলিশরা এই দক্ষিণ আমেরিকান জিনিসে অভ্যস্ত হয়ে পড়েছে। ড্যানি রোজ ও আমি ইংল্যান্ডের অনুশীলন থাকলেও এটি পান করি।’
ইংল্যান্ড জাতীয় দলের আরেক সদস্য দেলে আলিও এই চায়ের ভক্ত হয়েছে। ‘আমি আসলেই পছন্দ করি। আমি আগে জানতাম না এটার ব্যাপারে, ডায়ার আমাকে বলার পরেই এটাতে অভ্যস্ত হয়ে পড়ি।’
দক্ষিণ আমেরিকান ফুটবলারদের ভেতর মেসি, সুয়ারেজ, কাভানি, নেইমার, ডিয়েগো ম্যারাডোনারও অনেক ফেবারিট এই চা। অনেক সময়ে ভ্রমণরত অবস্থায় ছবিতে দেখা গেছে তাদের এই চা পান করতে। এখন দেখার বিষয় বিশ্বকাপে এই এই গোপন অস্ত্রের মাধ্যমে কিছু অর্জন করতে পারে কি-না ইংল্যান্ড।
আরআর/জেআইএম