ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের সেরা সাফল্য : পাপন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১১ জুন ২০১৮

বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল যা পারেনি তাই করে দেখালো বাংলাদেশের নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপে অংশ নিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জয় করেছে বাংলাদেশ। ফাইনালে ভারতের মতো পরাশক্তিকে দাপটের সঙ্গে হারায় সালমা-রুমানারা।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের কোন মহাদেশীয় শিরোপা জিতে উল্লসিত পুরো বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের মতে, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের সেরা সাফল্যই এটি।

নারী ক্রিকেটারদের দেশে ফেরার পর তাদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পাপন বলেন, ‘দেশের ক্রিকেট ইতিহাসে নয়, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। কারণ আমরা এখনো কোন মহাদেশীয় শিরোপা জিততে পারিনি।’

এশিয়া কাপের সাফল্যের পুরস্কার হিসেবে নারী ক্রিকেট দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি দলের প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি।

এআরবি/আরআর/এমএস

আরও পড়ুন