ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপের পর আর্জেন্টিনার হয়ে খেলবেন তো মেসি?

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১১ জুন ২০১৮

বিশ্বকাপের পর মেসি জাতীয় দলের হয়ে আর খেলবেন কি-না তা নিয়ে এখনো চলছে জল্পনা-কল্পনা। বিশ্ব ফুটবলের সকল ফুটবল অনুরাগী আর সমর্থকদের মাঝে একই প্রশ্ন আকাশী-সাদা জার্সিদের গায়ে কি রাশিয়া বিশ্বকাপের পরেও দেখা মিলবে এই ক্ষুদে জাদুকরকে? এ প্রশ্নের উত্তরে মেসি নিজেও যেন অনেকটা অনিশ্চিত।

কিছুদিন আগে নিজেই স্বীকার করেছিলেন ২০১৬ কোপার ফাইনালে হারার পর তার অবসরে সিদ্ধান্ত মোটেও সঠিক ছিল না। আরও অনেক বছর নিজের দেশের হয়ে খেলে যেতে চান। তবে গুঞ্জন দানা বেঁধেছে, হয়ত এই বিশ্বকাপই নিজের শেষ বিশ্বকাপ হতে যাচ্ছে ফিফার পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়ের।

সম্প্রতি বিশ্বকাপ পরবর্তী জাতীয় দলের হয়ে নিজের খেলা নিয়ে স্প্যানিশ দৈনিক ‘স্পোর্টে’ মেসি বলেন, ‘আসলে আমি নিজেও জানি না। একমাত্র বিশ্বকাপে আমাদের খেলার উপর নির্ভর করছে আমি দলে খেলা চালিয়ে যাব কি-না!’

তবে টানা তিনটি বৈশ্বিক আসরের ফাইনালে খেলাটাকেও ছোট করে দেখতে নারাজ মেসি। তিনটি ফাইনালে খেলা নিয়ে মেসি বলেন, ‘গেল কয়েক বছর আমরা তিন তিনটি আসরের ফাইনালে খেলেছি। হ্যাঁ, ফাইনালে জয়লাভ সত্যি অনেক বড় কিছু, তবে সেখানে পা রাখাটাও মুখের কথা নয়।’

এসএস/আরআর/এমএস

আরও পড়ুন