ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সালভিওর খেলা দেখতে রাস্তায় ঘুমিয়েছিলেন তার মা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৫:২৮ পিএম, ১১ জুন ২০১৮

রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এডুযার্ডো সালভিও। আলবিসেলেস্তেদের হয়ে এখনো পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন ২৭ বছর বয়সী এই ডিফেন্ডার। কোচ হোর্হে সাম্পাওলির বিশ্বকাপ পরিকল্পনায় ম্যাচের শুরুর একাদশে খেলার বেশ ভালো সম্ভাবনা রয়েছে তার।

ইউরোপিয়ান ক্লাব ফুটবলে বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকার হয়ে খেলছেন সালভিও। এর আগে স্প্যানিশ ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে ২টি ইউরোপা লিগ জিতেছেন তিনি। বেনফিকার হয়েও সাফল্যের পাল্লাটা বেশ ভারী। তবে এতো সহজ ছিল না তার ফুটবল ক্যারিয়ার।

খেলোয়াড়ি জীবনের শুরুর দিকে বেশ চড়াই উৎরাই পেরিয়েই আজকের অবস্থানে এসেছেন তিনি। তার এই সফল ফুটবল ক্যারিয়ারের পেছনে সবচেয়ে অবদান ছিল তার মমতাময়ী মায়ের। এমনকি কৈশরে খেলার ব্যস্ত সূচির কারণে একবার রাস্তায়ই ঘুমাতে হয়েছিল তার মাকে। আর্জেন্টাইন সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন সালভিও নিজেই।

তিনি বলেন, ‘একবার আমার মা রাস্তার পাশের চত্বরেই ঘুমিয়েছিলেন, যাতে তিনি পরদিন আমাকে খেলতে দেখতে পারেন। আমরা সেমি ফাইনাল ম্যাচে জিতে ফাইনালে পৌঁছেছিলাম। পরদিনই ছিল ফাইনাল ম্যাচ। যেহেতু আমাদের দলের কোন হোটেল ছিল না, তাই মা রাস্তার পাশেই ঘুমিয়ে পড়েছিলেন। সেদিনের বৃষ্টিতেও ভিজতে হয়েছিল তাকে।’

খেলোয়াড়ি জীবনের এসব স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন সালভিও। তার ভাষায়, ‘কীভাবে সবকিছু বদলে যায়। কত বাঁক আসে আমাদের জীবনে। এসবের কারণেই আমি আজকের এই আমি হতে পেরেছি।’

এসময় মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সালভিও এবং তার মায়ের করা আত্মত্যাগের কারণেই এত কিছু অর্জন করতে পেরেছেন বলে জানান তিনি। সালভিও বলেন, ‘আমি যে এখন এতকিছু পেয়েছি সবকিছুই আমার মায়ের কারণেই। মা সবজায়গায় আমার সাথে সাথে থাকতেন, আমার ভালো-মন্দের খোঁজ রাখতেন। এসবের পুরস্কারই আমি পেয়েছি।’

এসএএস/জেআইএম

আরও পড়ুন