ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টাইগারদের বিশ্বকাপের ফাইনালে তুলতে চান নতুন কোচ

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৯:৩২ পিএম, ০৭ জুন ২০১৮

বিশ্ব আসরে বাংলাদেশ দলের সবচেয়ে বড় সাফল্য কোনটি? ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলা নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল? এবার অবশ্য কোয়ার্টার বা সেমি নয়, বাংলাদেশ দলকে ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে একেবারে ফাইনালেই দেখতে চান সদ্য নিয়োগ পাওয়া কোচ স্টিভ রোডস।

বিশ্বকাপের মাত্র এক বছর বাকি। এমন সময় দায়িত্ব হাতে নিলেন রোডস। ইংল্যান্ডের মাটিতে ওই বিশ্বকাপের কথা মাথায় রেখেই ইংলিশ কোচের ওপর ভরসা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্বভাবতই তার কাছে একটি প্রশ্ন ছুটেই গেল। তার দেশে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দলকে কোথায় দেখতে চান?

রোডস সেই লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে একটু ভূমিকা টেনে নিলেন শুরুতে। বাংলাদেশ দলকে নিয়ে কেন স্বপ্ন দেখতে চান, ব্যাখ্যাটা দিলেন তাতেই, ‘আমি বোর্ড প্রেসিডেন্ট এবং সদস্যদের বলেছিলাম, ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলেছে বাংলাদেশ। তারা প্রমাণ করেছে ইংলিশ কন্ডিশনেও ভালো খেলতে পারে। ওই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলা নিঃসন্দেহে বড় অর্জন। যদি আমরা এই পর্যায়ে যেতে পারি কিংবা তারও বেশি। আমি তো এখন ভাবছি, স্বপ্নটা হওয়া উচিত বাংলাদেশ দলকে ফাইনালে দেখার। এটা দারুণ একটি উপলক্ষ হবে।’

বোর্ডের পরামর্শক হিসেবে দায়িত্ব নেয়া গ্যারি কারস্টেন বিসিবিকে তিন ফরমেটে তিন কোচের প্রস্তাব দিয়েছিলেন। তবে শেষপর্যন্ত মনে হয়, সব ফরমেটেই দায়িত্ব পালন করতে হবে রোডসকে। তিন ফরমেটে কোচিং করানোটা কঠিন হবে কি-না? এমন প্রশ্নের জবাবে টাইগার কোচ বলেন, ‘আমি এটাকে বড় সমস্যা মনে করি না। আমি জানি, গ্যারি শুরুতে এমনটা ভেবেছিলেন। তবে অনেক কোচই সব ফরমেটে দায়িত্ব পালন করেন। আমি খুব পরিশ্রমী একজন মানুষ। তাই তিন ফরমেট কভার করার মতো যথেষ্ট এনার্জি আমার আছে।’

এমএমআর/পিআর

আরও পড়ুন