প্রথম দিনে সমতায় ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলংকা
পোর্ট অব স্পেনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের শুরুটা সমতায় থেকেই করলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ এবং সফরকারী শ্রীলংকা। ম্যাচের প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৪৬ রান করতে পেরেছে স্বাগতিকরা। লংকান পেসার লাহিরু কুমারার পেস বোলিং তোপ সামলে দৃঢ়তার পরিচয় দিয়েছেন উইন্ডিজ ব্যাটসম্যান শেন ডাওরিচ।
ঘরের মাঠে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র তৃতীয় ওভারেই দলীয় ৪ রানের মাথায় সাজঘরে ফিরে যান ক্রেইগ ব্রাফেট। ব্যর্থ হন প্রায় ৩ বছর পর জাতীয় দলে ফেরা ডেভন স্মিথও। পরে মিডল অর্ডারের প্রায় সবাই নিজেদের ইনিংসের ভালো সূচনা করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন।
কিরন পাওয়েল ৩৮, শাই হোপ ৪৪, রোস্টন চেজ ৩৮ এবং জেসন হোল্ডার ৪০ রান করে আউট হন। দিনশেষে ৪৬ রানে অপরাজিত থাকেন ডাওরিচ। ৩২ বল মোকাবিলা করেও শূন্য রানে অপরাজিত রয়েছেন দেবেন্দ্র বিশু।
লংকানদের পক্ষে লাহিরু কুমারা নেন ৩টি উইকেট। এছাড়া সুরাঙ্গা লাকমল এবং রঙ্গনা হেরাথ নেন ১টি করে উইকেট।
এসএএস/আরআইপি