মেক্সিকোর বিশ্বকাপ দলে চিচারিতো
টানা তৃতীয় বিশ্বকাপে নামার অপেক্ষায় মেক্সিকান স্ট্রাইকার হাভিয়ের ‘চিচোরিতো’ হার্নান্দেজ। আজ ২৩ সদস্যর বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা দিয়েছে মেক্সিকান কোচ হুয়ান কার্লোস ওসারিও। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ইংলিশ খেলোয়াড় হিসেবে দলে জায়গা করে নিয়েছেন ৩০ বছর বয়সী ওয়েস্ট হ্যামের এই স্ট্রাইকার।
পর্তুগিজ ক্লাব পোর্তো থেকেই মেক্সিকোর বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন অনেক। ডিফেন্ডার রেয়েস, মিডফিল্ডার হেক্টর হেরেরান আর ফরোয়ার্ড হেহুস ম্যানুয়াল করোনা জায়গা করে নিয়েছেন মেক্সিকোর বিশ্বকাপের চূড়ান্ত দলে।
বর্তমানে ফিফার রেঙ্কিংয়ে ১৫ নাম্বারে থাকা মেক্সিকো বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে পড়েছে। তাদের বাকি গ্রুপ সঙ্গীরা হচ্ছে বর্তমান বিশ্বজয়ী জার্মানি, সুইডেন ও দক্ষিণ কোরিয়া। ১৭ জুন জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে এল ট্রাই-কালাররা।
বিশ্বকাপে মেক্সিকোর চূড়ান্ত দল
গোলরক্ষক : গুইলের্মো ওচোয়া, আলফ্রেডো তালাভেরা, হেসুস করোনা।
ডিফেন্ডার : কার্লোস স্যালসেদো, দিয়েগো রেয়েস, হেক্টর মোরেনো, হুগো আয়ালা, এডসন আলভারেজ, হেসুস গ্যালার্ডো, মিগুয়েল, লাইয়ুন।
মিডফিল্ডার : রাফায়েল মার্কুয়েজ, হেক্টর হেরেরা, জোনাথন ডস সান্তোস, জিওভানি ডস সান্তোস, আন্দ্রেস গুয়ার্দাদো, মার্কো ফ্যাবিয়ান।
ফরোয়ার্ড : হ্যাভিয়ের হার্নান্দেজ, রাউল জিমেনেজ, ওরিবে পেরালতা, হিসুস ম্যানুয়েল করোনা, কার্লোস ভেলা, হ্যাভিয়ের অ্যাকুইনো, হার্ভিং লোজানো।
স্ট্যান্ডবাই : এরিক গুতিয়েরেজ।
এসএস/আরআর/আরআইপি