ব্রাজিলের অ্যালিসনকে নিতে চায় রিয়াল
সপ্তম আকাশে উড়ছে যেন জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগা কিংবা কোপা ডেল রে হাতছাড়া হলেও জিতে নিয়েছেন টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। তিনটি শিরোপা জয়েই গোলবারের নিচে ছিলেন কোস্টারিকান ‘বাজপাখি’ কেইলর নাভাস।
মৌসুমের শুরুতে কিছুটা অনুজ্জ্বল থাকলেও শেষের দিকের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ঠিকই জ্বলে উঠেছিলেন এই গোলরক্ষক। যে কারণে পরের মৌসুমেও যে রিয়াল মাদ্রিদের নাম্বার ওয়ান গোলরক্ষক নাভাসই থাকতে যাচ্ছে তা অনেকটা অনুমেয়ই। তবে দলের গোলরক্ষক পজিশনে আরও প্রতিযোগিতা বাড়াতে রোমার ব্রাজিলিয়ান নাম্বার ওয়ান অ্যালিসন বেকারকে দলে বেড়াতে চাচ্ছে লস ব্লাঙ্কোজরা।
ইতিমধ্যেই অ্যালিসনের এজেন্টের সাথে চুক্তি নিয়ে কথা হচ্ছে রিয়াল মাদ্রিদের কর্মকর্তাদের। রোমার স্পোর্টিং ডিরেক্টর মঙ্কির সাথেও নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে অল হোয়াইটসরা। মাদ্রিদের পছন্দের তালিকায় স্প্যানিশ ডেভিড ডি গিয়া, বেলজিয়ান কুর্তোয়া থাকলেও কিছুটা হলেও এগিয়ে আছে অ্যালিসন।
কেননা কিছুটা কম দামেই তাকে দলে ভেড়ানো সম্ভব হবে মাদ্রিদের জন্য। যদি রোমা কতৃপক্ষ একগুঁয়েমি না করে, তবে হয়ত বিশ্বকাপ শুরুর পূর্বেই মাদ্রিদের জার্সি গায়ে দেখা যাবে এ ব্রাজিলিয়ানকে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগের আরেক ফাইনালিস্ট ইংলিশ জায়ান্ট লিভারপুলও আগ্রহী অ্যালিসনকে দলে ভেড়াতে। দলে ভাল একটা গোলরক্ষকের অভাব ফাইনালে হাঁড়ে হাঁড়ে টের পেয়েছেন ইউর্গেন ক্লপ। তাই অ্যালিসনকে দলে ভেড়াতে মুখিয়ে আছে অল রেডসরা। অবশ্য ইতিমধ্যে অনেকেই আঁচ করে ফেলেছেন যে, স্প্যানিশ ক্লাব রিয়ালই হতে যাচ্ছে অ্যালিসনের নতুন ঠিকানা।
এসএস/আইএইচএস/আরআইপি