ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ড থেকে ভাভরিঙ্কার বিদায়

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:২৪ পিএম, ২৮ মে ২০১৮

সময়টা বড্ড খারাপ যাচ্ছে সুইস টেনিস তারকা স্তানিসলাস ভাভরিঙ্কার। চলতি বছরে দেখা পাননি কোন ট্রফির। বছরের প্রথম গ্রান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হয়েছিল তাকে। ফ্রেঞ্চ ওপেনে সেই পর্যন্তও যেতে পারলেন না। লাল দুর্গে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হলো তাকে।

রোলা গারোতে প্রথম রাউন্ডেই মুখোমুখি হয়েছিলেন র‍্যাংকিংয়ের ৬৭ নাম্বারে থাকা স্পেনের গার্সিয়া লোপেজের।এর আগেও এই টুর্নামেন্টে ২০১৪ সালে গার্সিয়া লোপেজের কাছে হেরেছিলেন ভাভরিঙ্কা। তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর পাঁচ সেটের এক ম্যারাথন লড়াই শেষে তাকে ৬-২, ৩-৬, ৪-৬, ৭-৬ (৭-৫), ৬-৩ সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে চলে যান লোপেজ। প্রথম সেট জয়ের পথে দুটি ব্রেক পয়েন্ট পাওয়ার পাশাপাশি দুটি সেভও করেন। দ্বিতীয় সেটেই আবার ভাভরিঙ্কা জয় দিয়ে সমতায় ফেরেন। তৃতীয় সেট জিতে প্রথমবারের মত ম্যাচে এগিয়ে যান ভাভরিঙ্কা।

তিনবারের গ্র্যান্ড স্লামজয়ী ভাভরিঙ্কার সঙ্গে চতুর্থ সেটে বেস লড়াই করেন লোপেজ। কিন্তু টাইব্রেকে আর পেরে ওঠেননি ২০১৫ সালের ফ্রেঞ্চ ওপেনজয়ী সুইস তারকা। শেষ সেটে ভাভরিঙ্কা আর পেরে ওঠেননি লোপেজের সাথে। তিন ঘন্টা ৩০ মিনিট লড়াই করে ৩-২ সেটে পরাজয় বরণ করে নিতে হয় তাকে।

গতবছর এই টুর্নামেন্টের ফাইনাল খেললেও এবার শুরু থেকেই হাঁটুর ইনজুরি বেশ ভোগাচ্ছিল তাকে। এই বছরে অস্ট্রেলিয়ান ওপেন ছাড়া তিনটি এটিপি টুর্নামেন্ট খেলে একটিতেও শিরোপার স্বাদ পাননি।

আরআর/এমএস

আরও পড়ুন