দেশের ক্রিকেটের জন্য কাজ করতে চাই : রফিক
গত কদিন হঠাৎ একটি খবর চাওর হয়ে গেছে- যে সাবেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিককে জাতীয় দলের স্পিন কোচ পদে নিয়োগ দেয়া হয়েছে। তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে এটাকে সত্য ধরে নিয়ে ফেসবুকে অনেক স্ট্যাটাস দিয়েছেন।
অথচ তারা খুটিয়ে দেখেননি যে ভারতের সাবেক টেস্ট ক্রিকেটার সুনিল জোসি এখনো জাতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করছেন। তাকে সরানো হয়নি। ভারতীয় দলের সাবেক বাঁ-হাতি স্পিনার জোসি বহাল তবিয়তেই আছেন। তিনি থাকতে কিভাবে রফিক জাতীয় দলের স্পিন বোলিং কোচের দায়িত্ব পান? যদিও বিসিবি থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তবে গত ১৪ মে গর্ডন গ্রিনিজের সংবর্ধনা অনুষ্ঠানে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন নাকি মোহাম্মদ রফিককে বিসিবি একাডেমির স্পিন কোচ হিসেবে কাজ করার কথা বলেছেন। আজ শেরে বাংলায় সাংবাদিকদের সাথে আলাপে মোহাম্মদ রফিকও বলেন, ‘আমি অনেক আগে থেকে প্রস্তুত ছিলাম। এখন বোর্ড বলেছে, রোজার পরে যখন অ্যাকাডেমি আরম্ভ করবে, কাজ করব।’
শুধু বিসিবি একাডেমি নয়, রফিক সব জায়গায়ই কাজ করতে প্রস্তুত। তাইতো রফিকের মুখে এমন কথা, ‘এখন বিসিবি যেখানেই বলবে কাজ করবো। আমার কাজ দরকার। আমি দেখব, খেলোয়াড় কীভাবে আসবে। সেটা বাংলাদেশ দল, ‘এ’ দল, অনুর্ধ্ব-১৯ যেখান থেকেই হোক না কেন। আমার কাজ করা দরকার, আমি কাজ করব।’
একাডেমি কাপ আয়োজনের জন্য বিসিবিকে ধন্যবাদ জানিয়ে রফিক বলেন, ‘সত্যি কথা, সবার আগে বোর্ডকে ধন্যবাদ দেব এ রকম একটা আয়োজনের জন্য। এটা বাংলাদেশে প্রথম। আজ ঢাকাতে অনেক একাডেমি; কিন্তু সুযোগ পাচ্ছিল না বাচ্চারা। বিসিবি একটা সুযোগ করে দিল। আপনার ছেলে, আমার ছেলেরা, যারা ভালো খেলে সেটা তুলে ধরার একটা সুযোগ। একদম নতুন প্লেয়ার এখান থেকে আসবে। এখন ৩০-৩৫টা আছে, সামনে আরও বাড়বে। আমি মনে করি, এখান থেকে অনেক প্লেয়ার আসবে, যারা বাংলাদেশের দলের জন্য কাজে দেবে।’
এআরবি/আইএইচএস/আরআইপি