ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আফগানিস্তানকে ভয় পাওয়ার কিছু নেই : সুজন

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ১৯ মে ২০১৮

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আজ সকালেই জানিয়েছিলেন, দুপুর-বিকেলের মধ্যেই দল চূড়ান্ত করে বোর্ডে দল জমা দিবেন। রোববার আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা।

দলে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা খুব কম। নতুন মুখ নেই বললেই চলে। বিকেলেই বিসিবির মেইল- ‘আগামী ২০মে রোববার দুপুর ১২টায় দল ঘোষণা করা হবে।’ দলে নতুন মুখ আছেন ক’জন? নিদাহাস ট্রফি খেলে আসা দলে কি পরিবর্তন আসছে? দল নির্বাচনী প্রক্রিয়ার অন্যতম সদস্য ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও বিকেলে প্রায় একই কথা জানালেন। বলে দিলেন, ‘দলে পরিবর্তনের সম্ভাবনা খুব কম।’

শনিবার দুপুরে শেরে বাংলায় উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপে খালেদ মাহমুদ সুজনও বললেন, ‘নিদাহাস ট্রফি থেকে বেস্ট পসিবল সাইড নিয়েই আমরা খেলব। ওখান থেকে চেঞ্জ করা দরকার হলে দু-একটা টিউন করা হবে। আমি মনে করি না, খুব বেশি পরিবর্তন হওয়া জরুরি বা হবে। আমার মনে হয়, কন্ডিশনকে মাথায় রেখে যতটুকু করা দরকার সেটাই করা হবে।’

আফগানিস্তানকে ভয় পাওয়ার কিছুই নেই বলে মন্তব্য করেন সুজন। তাদের কথা তো মাথায় থাকবেই, সঙ্গে দল গঠন, পরিকল্পনা নির্ধারণ- সব কিছু নিয়েই বলেছেন সুজন। তিনি বলেন, ‘আমি একটু বাইরে ছিলাম, পরিকল্পনার বাইরে। আমরা অবশ্যই নিজেদের বেস্ট পসিবল সাইড নিয়ে খেলার চেষ্টা করব। ইন্ডিয়ার কন্ডিশিনে খেলা হবে, গরম থাকবে। ওদের স্পিনও ভালো। সবাই জানে, এই ফরম্যাটে আফগানিস্তান দারুণ একটা দল। তবে আমি মনে করি, আফগানিস্তানকে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। এখন আমরা যথেষ্ট ভালো করছি, আশা করছি এই সিরিজেও দারুণ ক্রিকেট খেলব।’

দলে কোন নতুন স্পিনার নেয়া হবে কি না? জানতে চাইলে সুজন বলেন, ‘নতুন স্পিনার নিয়ে ওভাবে বসা হয়নি। তবে আমি মনে করি না, দরকার আছে। বরং যারা পারফর্মার, ভালো খেলছে তাদের থেকেই দল হবে। আমি মনে করি, এখানে আমাদের অনেক তরুণ আছে। শ্রীলঙ্কা সিরিজেও অনেক ইয়াংরা খেলেছে; কিন্তু নিদাহাস ট্রফির থেকে বেস্ট পসিবল সাইড নিয়েই আমরা খেলব। ওখান থেকে চেঞ্জ করা দরকার হলে দু-একটা টিউন করা হবে। আমি মনে করি না, খুব বেশি পরিবর্তন হওয়া জরুরি বা হবে। আমার মনে হয়, কন্ডিশনকে মাথায় রেখে যতটুকু করা দরকার সেটাই করা হবে।’

এআরবি/আইএইচএস/জেআইএম

আরও পড়ুন