বিশ্বকাপে নেইমার-আমি কিছু জয় করতেই যাব : মার্সেলো
রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিলের লেফট ব্যাক মার্সেলো। ঝাঁকড়া চুলের অসাধারণ এক ফুটবলার। বামপ্রান্ত ধরে উপর-নিচে ওঠা-নামা করার অসাধারণ ক্ষমতা। শুধু ডিফেন্সই নয়, গোল তৈরি করার দারুণ দক্ষতা রয়েছে তার। কখনও কখনও নিজেও গোল করে বসেন। রিয়ালের ইউরোপের সেরা হওয়ার পেছনে দারুণ ভূমিকা রয়েছে মার্সেলোর। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল এবং বিশ্বকাপ সামনে রেখে মিডিয়ার সঙ্গে কথা বলেছেন তিনি।
বার্নাব্যুতে ভারপ্রাপ্ত হিসেবে অধিনায়কের আর্মব্যান্ড পরেছিলেন। এ অনুভূতিটা মার্সেলোর কাছে দারুণ তিনি বলেন, ‘আমি সত্যিই আবেগতাড়িত হয়ে গিয়েছিলাম, যেদিন সান্তিয়াগো বার্নাব্যুতে অধিনায়ক হিসেবে নেমেছিলাম। আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি ছিল সেটি।’
টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার সামনে দাঁড়িয়ে রিয়াল মাদ্রিদ। এ নিয়ে মার্সেলো বলেন, ‘স্বপ্নে দেখা যায় এমন সবকিছু জেতার পরেও সে আরও কিছু জেতার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। আমি প্রত্যেক সকালে ঘুম থেকে উঠে কঠোর পরিশ্রম করি যাতে বিশ্বের সেরা ক্লাবটির হয়ে যতটা সম্ভব ট্রফি জেতা যায়।’
রবার্তো কার্লোসের সঙ্গে তুলনা প্রসঙ্গ উঠতেই মার্সেলো নিজেকে কিছুটা গুটিয়ে নেন। জানিয়ে দেন, রবার্তো কার্লোসের চেয়ে নিজে সেরা ভাবেন না তিনি। তার সঙ্গে তুলনীয়ও নন তিনি। মার্সেলো বলেন, ‘আমি নিজেকে কখনো রবার্তো কার্লোসের থেকে সেরা ভাবি না। কারণ যখন আমি এখানে আসি তখন সবাই ভাবছিল কার্লোসের মতোই সাফল্য পাবো আমি। আমি তাদের বলেছিলাম, রবার্তো কার্লোস একজনই। এখানে একজন মার্সেলো এসেছে। আমি সবসময় বিশ্বাস করি, রবার্তো কার্লোস আমার থেকে আরও ভালো খেলোয়াড়।’
জাতীয় দলের সতীর্থ নেইমারের রিয়াল মাদ্রিদে আসা নিয়ে তার সঙ্গে কোনো কথা হয় কি না জানতে চাইলে মার্সেলো বলেন, ‘নেইমারের সঙ্গে আমাদের ট্রান্সফার নিয়ে কখনো কথা হয়নি। অনেক মানুষ আমাকে এটি জিজ্ঞাসা করছে। আমি তাকে এ ব্যাপারে কিছু বলতেও চাই না।’
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে ইনজুরিতে পড়েছেন রাইটব্যাক দানি আলভেজ। এ নিয়ে মার্সেলো বলেন, ‘দানি আলভেজের বিশ্বকাপে না থাকাটা খুব কষ্টদায়ক। সে আমার সতীর্থই না, সে এমন একজন ফুটবলার- যার জন্য আমি খুব ব্যথিত। কারণ সে বিশ্বকাপ মিস করতে যাচ্ছে এবং সে দলের জন্য অত্যন্ত গুরুত্বপুর্ণ খেলোয়াড় ছিল। সে হয়তো ইনজুরড হয়েছে; কিন্তু সে ফিরে আসবে। সে মানসিকভাবে অনেক শক্তিশালী।’
নেইমারের রিয়াল মাদ্রিদে আসার গুঞ্জন সম্পর্কে মার্সেলোর মন্তব্য, ‘এমন কোনো খেলোয়াড় নেই যারা রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে চাইবে না। নেইমার অসাধারণ একজন ফুটবলার, বর্তমান সময়ের অন্যতম সেরা এবং সেরা খেলোয়াড়দের মাদ্রিদেই মানায়। আমি কোনো খেলোয়াড়কে সাইন করাতে পারি না; কিন্তু নেইমারের পাশে একই ক্লাবে খেলতে ভালোই লাগবে।’
রাশিয়া বিশ্বকাপে নিজেদের লক্ষ্য সম্পর্কে মার্সেলো বলেন, ‘আমি এবং নেইমার দুজনেই রাশিয়ায় কিছু জয় করার জন্য যাবো। আমরা একে অপরের সঙ্গে ট্রান্সফার নিয়ে কথা বলিনি। আমরা দেশকে প্রতিনিধিত্ব করছি এবং এটা গুরুত্বপূর্ণ। আমরা এই সময়ে ট্রান্সফার নিয়ে কথা বলতে পারি না। আমরা বিশ্বকাপে খেলবো, আপনার কি মনে হয় এটা ট্রান্সফারের থেকে বেশি গুরুত্বপূর্ণ?’
আবারও উঠলো নেইমার প্রসঙ্গ। এবার কিছুটা বিরক্ত মার্সেলো। তিনি বলেন, ‘দলের সহকারী অধিনায়ক হিসেবে, আমরা খেলোয়াড়দের সাইন করাতে পারি না। অধিনায়ক কখনো খেলোয়াড়দের সাইন করায় না। আপনাকে কী বলবো! রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে শুধুমাত্র সেরাদেরই খেলা উচিত।’
আরআর/আইএইচএস/বিএ