পাঞ্জাবকে ১৮৭ রানের লক্ষ্য দিল মুম্বাই
জিতলে টিকে থাকবে স্বপ্ন। হারলেই বিদায় নিশ্চিত। এমন পরিস্থিতিতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে খেলতে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিজেদের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে পাঞ্জাবকে ১৮৭ রানের লক্ষ্য ছুঁড়ে দিল রোহিত শর্মার দল।
টস জিতে রোহিত শর্মাকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট করতে নেমে শুরুতেই এভিন লুইসের উইকেট হারিয়ে বসে মুম্বাই। ৭ বলে ৯ রান করে আউট হন তিনি। সূর্যকুমার যাদব ১৫ বলে ২৭ রান করে আউট হন। ইশান কিশান করেন ২০ রান। ৬ রান করে আউট হন রোহিত শর্মা। ক্রুনাল পান্ডিয়া ২৩ বলে করেন ৩২ রান।
কাইরণ পোলার্ডকে সুযোগ দেয়া হয় জেপি ডুমিনির পরিবর্তে। সুযোগ পেয়েই সেটাকে কাজে লাগালেন। করেন বিধ্বংসী ব্যাটিং। ২৩ বলে ৫০ রান করে আউট হন তিনি। হার্দিক পান্ডিয়া ৯ রান করেন।
মিচেল ম্যাকক্লেনঘান ১১ রানে অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৮৬ রান করে মুম্বাই ইন্ডিয়ান্স।
আইএইচএস/বিএ