ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আশা জাগিয়ে ফিরে গেলেন মাহমুদউল্লাহ

প্রকাশিত: ০৯:৩৬ এএম, ৩০ জুলাই ২০১৫

চা বিরতির পর অষ্টম ওভারে স্টেইনের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে ফিরে গেলেন মাহমুদউল্লাহ। ৬৪তম ওভারের চতুর্থ বলে ফ্লিক করতে গেলে ব্যাটের পেছনের কানায় লেগে শর্ট মিড উইকেটে বাভুমার হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। আউট হবার আগে তার ব্যাট থেকে আসে ৯১ বলে ৩৫ রান। নতুন ব্যাটসম্যান হিসাবে মাঠে নেমেছেন সাকিব আল হাসান।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৮৪ রান।  

মাহমুদউল্লাহ আউট হয়ে গেলেও অপর প্রান্তে সাবলীল ব্যাট করে ক্যারিয়ারের ১৫তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম। ১১ ইনিংস পর হাফসেঞ্চুরির দেখা পান দেশসেরা এই ব্যাটসম্যান।
দ্বিতীয় সেশনের শুরুতেই দ্রুত দুইউইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহর দুর্দান্ত ব্যাটিং স্বস্তি এনে দেয়। এই দুই দেশসেরা ব্যাটসম্যানের  ঘাড়ে চরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই জুটির ৯৪ রানে খেলায় ফিরে আসে বাংলাদেশ।

এর আগে লাঞ্চ বিরতির পর বাংলাদেশ শিবিরে জোড়া আঘাত হানেন প্রোটিয়া অলরাউন্ডার জেপি ডুমিনি। দেশসেরা টেস্ট ব্যাটসম্যান মমিনুলকে আউট করার পর ফেরান আরেক সেট ব্যাটসম্যান ইমরুল কায়েসকে। ডুমিনির করা ৩৪তম ওভারের প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন ওপেনার ইমরুল কায়েসকে। ৯৩ বলে ৩টি চারে ৩০ রান করেন এই ওপেনার। এর আগের ওভারেই মমিনুলকে সাজঘরে ফেরান ডুমিনি। অফস্ট্যাম্পের সামান্য বাইরের বল কাট করতে গেলে কিপারের হাতে ধরা পড়েন মমিনুল। আউট হবার আগে ৮৭ বলে ৬টি চারের সাহায্যে ৪০ রান করেন এই ব্যাটসম্যান।

লাঞ্চ বিরতির সময় দু’দফা গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে দ্বিতীয় সেশনের খেলা শুরুতে ১০ মিনিট দেরি হয়। বিরতির আগে ইমরুল কায়েস এবং মমিনুল হকের দুর্দান্ত ব্যাটিংয়ে প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে টাইগাররা। ইনিংসের পঞ্চম ওভারে মাত্র ১২ রানে তামিমকে হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। তবে শুরুর ধাক্কা ধীরে ধীরে সামলে নিয়েছেন ওপেনার ইমরুল কায়েস এবং বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান মমিনুল হক। মমিনুল এবং ইমরুলের ৬৯ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ইমরুল কায়েস ৩০ রানে ব্যাট করছেন।

সকালে তামিমের আউটে যতনা কীর্তি ডেল স্টেইনের তার চেয়ে বেশি কীর্তি তামিম ইকবালের। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে স্লিপে হাসিম আমলার হাতে ধরা পড়েন এই বাঁহাতি ব্যাটসম্যান। মাত্র ৬ রান করে ফিরে যান তামিম।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম।

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা উভয় দলেই একটি করে পরিবর্তন এনেছে। স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে দলে ঢুকেছেন অলরাউন্ডার নাসির হোসেন। দক্ষিণ আফ্রিকা দলের কিপার কুইন্টন ডি ককের পরিবর্তে অভিষেক হয়েছে ড্যান ভিলাসের।

আরটি/এমআর/এমআরআই