ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

টস জিতে ব্যাট করছে বাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪৬ এএম, ৩০ জুলাই ২০১৫

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান। টাইগার দুই ওপেনার তামিম ৬ আর ইমরুল ৪ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে টস জিতে ব্যাট সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আবহাওয়া ভালো থাকায় নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হয়।

সাম্প্রতিক সাফল্য বাংলাদেশকে টেস্ট ম্যাচেও জয়ের স্বপ্ন দেখাচ্ছে। জয়ের লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্বাগতিকদের টেস্ট রেকর্ড সুখকর নয়। নয় টেস্ট খেলে সর্বশেষ চট্টগ্রাম টেস্টে ড্র করতে পেরেছে বাংলাদেশ। এর আগের আটটি টেস্টের সাতটিতেই ইনিংস পরাজয় বরণ করেছে টাইগাররা। তবে গত আট মাস ধরে ভালো খেলতে থাকা বাংলাদেশের বিপক্ষে কঠিন পরিক্ষায় পরতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা উভয় দলেই একটি করে পরিবর্তন এনেছে। স্পিনার তাইজুল ইসলামের পরিবর্তে দলে ঢুকেছেন অলরাউন্ডার নাসির হোসেন। দক্ষিণ আফ্রিকা দলের কিপার কুইন্টন ডি ককের পরিবর্তে অভিষেক হয়েছে ড্যান ভিলাসের।

এর আগে চট্টগ্রামে প্রথম টেস্ট বৃষ্টির কারণে ড্র হয়। তবে ম্যাচটি ড্র হলেও সেই ম্যাচে চালকের আসনেই ছিল বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, লিটন দাস, নাসির হোসেন, মুহাম্মদ শহিদ, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান।

দ. আফ্রিকা একাদশ : হাশিম আমলা (অধিনায়ক), তেমবা বাভুমা, ডীন এলগার, সাইমন হার্মার, ড্যান ভিলাস, ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, ভারনন ফিলান্ডার, স্টিয়ান ভ্যান জিল, মরনে মরকেল, ডেল স্টেইন।

আরটি/এমআর/পিআর