ফার্গুসনকে শক্ত হতে বললেন রোনালদো
ফার্গুসন আর রোনালদোর সম্পর্ক শুধু গুরু শিষ্যই না, অনেকটা ছেলে ও বাবার মত। স্পোর্টিং থেকে ম্যানচেস্টারে যোগ দেয়ার পরই মূলত বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে এই তারকা। আজকের রোনালদো হয়ে ওঠার পেছনে ফার্গুসনের ভূমিকা অনেক বেশি। সেই গুরু আজ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। রোনালদোও বসে থাকলেন না। গুরুকে টুইট করে বললেন শক্ত হতে।
গুরুত্বর অসুস্থ হয়ে গতকাল (শনিবার) হাসপাতালে ভর্তি হন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। পরে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অস্ত্রপাচার করা হয় তার। অস্ত্রপাচার ঠিকঠাকভাবে হলেও তাকে আইসিইউতে নিবিড় পরিচর্যায় কেন্দ্রে রেখেছেন ডাক্তাররা। ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, ‘স্যার এলেক্সের পরিবার সবাইকে প্রার্থনা করতে বলেছে তার জন্য।’
সুস্থ কামনা করে টুইট বার্তায় রোনালদো লেখেন, ‘আমার প্রার্থনা আপনার সঙ্গে আছে। শক্ত থাকুন স্যার।’
এদিকে শুধু রোনালদো নয়, ফার্গুসনের অসুস্থতাকে কেন্দ্র করে অনেক খেলোয়াড়রা নিজেদের টুইট বার্তায় সুস্থ কামনা করেছেন। ম্যানচেস্টারের বর্তমান স্ট্রাইকার লুকাকু তার এক টুইট বার্তায় লিখেছেন ‘অ্যালেক্স ফার্গুসন ও তার পরিবারের প্রতি রইলো প্রার্থনা। শক্ত থাকুন। সাবেক উরুগুয়ে খেলোয়াড় ফোরলান লিখেছেন ‘এই কঠিন মুহুতে অ্যালেক্স ফার্গুসন ও তার পরিবারের জন্য প্রার্থনা রইলো।’
ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন অ্যালেক্স ফার্গুসনকে নিয়ে ‘কোন শব্দ নেই’ এমন একটি টুইট বার্তা লিখে তার পাশে রয়েছেন।
এমআর/পিআর