ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

রোববার ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক আরচারি

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:০৮ পিএম, ০৫ মে ২০১৮

মওলানা ভাসানি স্টেডিয়ামে রোববার শুরু হতে যাচ্ছে দ্বিতীয় আইএসএসএফ ইন্টারন্যাশনাল সলিডারিটি আরচারি চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠের এ টুর্নামেন্টে এবারও সেরা হতে চান বাংলাদেশের আরচাররা। গত বছর টুর্নামেন্টের প্রথম আসরে স্বাগতিক আরচাররা ৬টি স্বর্ণ জিতেছিলেন।

এবারের টুর্নামেন্টে অংশ নেবে ১৮ দেশের তীরন্দাজরা। টুর্নামেন্ট উপলক্ষ্যে শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল বলেছেন,‘এটা ইসলামিক সলিডারিটি স্পোর্টস ফেডারেশনের টুর্নামেন্ট। ১৮টি দেশের মধ্যে ১৭টিই মুসলিম প্রধান দেশ, নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

‘আন্তর্জাতিক আরচারি ফেডারেশন চাইছে সব দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি হোক। গতবার প্রতিযোগিতাটি র্যাঙ্কিং টুর্নামেন্ট ছিল না, অনেক সরঞ্জাম ধার করে এনেছিলাম। এবার সেটা আমরা কিস্তিতে কিনে নিয়ে এসেছি। সব সরঞ্জাম থাকায় এবার এটা র্যাঙ্কিং টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে।’

আরআই/আইএইচএস/আরএস

আরও পড়ুন