সাবেকদের মিলনমেলায় ১০০ বলের ক্রিকেট শুরু
সাকেব ক্রিকেটারদের নিয়ে শুরু হলো ১০০ বলের ‘ওয়ালটন মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’ খেলা। বিশ্বে এই প্রথম বাংলাদেশে ১০০ বলের টুর্নামেন্ট শুরু হলো।
বুধবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়। আজ এই স্টেডিয়ামে এশিয়া রাজশাহী মাস্টার্স ও সিলেট মাস্টার্স সিক্সার্স মুখোমুখি হয়েছে। অপর একটি মাঠে মুখোমুখি হয়েছে র’নেশনস খুলনা মাস্টার্স ও বেক্সিমকো ঢাকা মাস্টার্স।
গত দুই বছর ধরে হচ্ছে সাবেক ক্রিকেটারদের মিলন মেলার এই উৎসব ‘মাস্টার্স ক্রিকেট কার্নিভাল’। যেখানে শিরোপার জন্য লড়ে এক সময়ে জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেট মাতানো ক্রিকেটারদের নিয়ে গড়া দলগুলো।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এ টুর্নামেন্টে এবার বেক্সিমকো ঢাকা মাস্টার্স, সিক্সার্স সিলেট মাস্টার্স, আম্বার চট্টগ্রাম মাস্টার্স, এয়ার এশিয়া রাজশাহী মাস্টার্স ও র’নেশনস খুলনা মাস্টার্স পাঁচটি দল অংশ নিচ্ছে।
এবারের আসর হবে ১০০ বলের। এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেট ইতিহাসে শুরু হচ্ছে ১০০ বলের ইনিংস। নতুন এ ফর্মেটে ১৫ ওভার হবে ৬ বলে। শেষ ওভার হবে ১০ বলে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সম্প্রতি ১০০ বলের নতুন ফর্মেটের প্রস্তাব করে। তাদের পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালে ঘরোয়া ক্রিকেটে এ ফর্মেট চালু করার কথা বলা হয়েছে। তবে এমসিসি কর্তৃপক্ষ এ আসরেই নতুন ফর্মেট চালু করে ইতিহাস রচনা করল।
কোন দলে কোন ক্রিকেটার
বেক্সিমকো ঢাকা : খালেদ মাহমুদ সুজন, ফয়সাল হোসেন ডিকেন্স, মেহরাব হোসেন অপি, সজল চৌধুরী, তালহা জুবায়ের, মো. রফিকুল ইসলাম, রাশেদুল হক সুমন, মোরশেদ আলী খান সুমন, ইমরান পারভেজ, মিনহাজ আহমেদ শাফিল, এস এম গোলাম ফাইয়াজ, মিনহাজুল আবেদীন নান্নু, মির জিয়া উদ্দিন আহমেদ, ইমরান আহমেদ পার্থ।
র’নেশনস খুলনা : মো. হাসানুজ্জামান ঝড়ু, মো. সেলিম, জামাল উদ্দিন আহমেদ, নিয়াজ মোরশেদ পল্টু, শফিউদ্দিন বাবু, শেখ গোলাম মোস্তফা, আসাদুল্লাহ খান বিপ্লব, সাফাক আল জাবির, নাইম আফরোজ খান, জুয়েল হোসেন মনা, মুরাদ খান, হামিন আহমেদ, গাজী আলমগীর, ফারুক আহমেদ।
সিলেট মাস্টার্স : নাঈমুর রহমান দুর্জয়, হান্নান সরকার, হাবিবুল হোসেন শান্ত, জাকির হাসান, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, আনিসুল হাকিম রাব্বানি, রাশেদুজ্জামান রাসেল, সাইফুল্লা খান জেম, তৌহিদ হোসেন শ্যামল, সঞ্জয় চক্রবর্তী, মো. সাইফুল ইসলাম খান, ফাহিম মুনতাসির সুমিত, তাসরিকুল ইসলাম টোটাম, সোহেল হোসেন পাপ্পু।
আম্বার চিটাগং : আকরাম খান, মাসুদুর রহমান মুকুল, আহসানউল্লাহ হাসান, মো. শাহনেওয়াজ কবির শুভ্র, আজম ইকবাল, তারেক আজিজ খান, সানোয়ার হোসেন, হুমায়ুন কবির, মোবাল্লিগ জেমস, জহিরুল হক খান রাসেল, জাহাঙ্গীর আলম, জোবায়ের মো. ইশতিয়াক, মো. মাহমুদুল হাসান রানা।
রাজশাহী মাস্টার্স : খালেদ মাসুদ পাইলট, আলমগীর কবির, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মো. এহসানুল হক সেজান, এনামুল হক মনি, হারুনুর রশিদ লিটন, নিয়ামুর রশিদ রাহুল, মো. ইকবাল হোসেন, ওয়াসেল উদ্দিন আহমেদ, আনিসুর রহমান সঞ্জয়, আলী আরমান রাজন, মনিরুল ইসলাম তাজ, বাকি বিল্লাহ হিমেল, ইমতিয়াজ আহমেদ পলাশ।
জেএ/জেডএ/জেআইএম