এখন নেইমারের রিয়ালে যাওয়া অসম্ভব : রোনালদো
নেইমার কি প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) থাকবেন, নাকি সামনের মৌসুমেই রিয়াল মাদ্রিদে চলে যাবেন? চারদিকে অনেক রকম কথাই শোনা যাচ্ছে। নেইমার যে পিএসজিতে ঝামেলায় আছেন, সেটা অস্বীকার করার উপায় নেই। তবে টাকার অঙ্কটাও বড় একটা ব্যাপার। সবমিলিয়ে এই গ্রীষ্ম মৌসুমে নেইমারের রিয়ালে যাওয়াকে অসম্ভবই মনে করছেন স্বদেশী ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো রোজারিও।
ব্যালন ডি'অর জেতার মনোবাসনা নিয়েই বার্সেলোনায় লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের ছায়া ফেলে প্যারিসে এসেছেন নেইমার। তবে দলের হয়ে চূড়ান্ত সাফল্য না পাওয়ায় এখানে তার স্বপ্নপূরণ হবে বলে মনে হচ্ছে না। এরই মধ্যে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে ভেড়াতে ভেতরে ভেতরে চেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াল। গুঞ্জন আছে, নেইমারকে রেকর্ড ট্রান্সফারে আনার জন্য ফান্ড বাড়ানোর চেষ্টায় আছে লা লিগার ক্লাবটি।
তবে রোনালদো বিশ্বাস করেন না, নেইমারকে এই মৌসুমেই পাবে রিয়াল। ক্লাবটির সাবেক এই তারকা বলেছেন, ‘নেইমার এবং রিয়াল মাদ্রিদ নিয়ে অনেক কথাই শুনছি। তবে আমি সত্যিই মনে করি, তাকে দলের চুক্তিকে আনা কঠিন হবে। পিএসজি তাকে অনেক টাকা দেয়। নেইমারকে একদিনেই চুক্তিতে নিয়ে আসা রিয়ালের জন্য জটিল ব্যাপার হবে। এই মুহূর্তে আমি তো অসম্ভবই মনে করছি।’
নেইমার ভবিষ্যতে কখনও রিয়ালে খেলতে পারেন, এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রোনালদো। তবে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকার চোখে এখন সেটা অসম্ভব, ‘সম্ভবত কয়েক বছরের মধ্যে, সে তো তরুণই থাকবে। তবে এই মুহূর্তে আমার মনে হয়, এটা অসম্ভব। আমি মনে করি, সে ভালো করছে এবং প্যারিসকেও পছন্দ করে। সে একটি পরিবর্তন চেয়েছিল, তবে সে জানে কি ঘটবে।’
এমএমআর/এমএস