ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মিরপুরেও কিপিং করছেন না মুশফিক

প্রকাশিত: ১০:৩৪ এএম, ২৯ জুলাই ২০১৫

পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে আঙ্গুলে চোট পেয়েছিলেন মুশফিক। সেই থেকে টেস্টে আর কিপিং করা হয়নি দেশ সেরা এই উইকেটকিপার ব্যাটসম্যানের। তার পরিবর্তে কিপিং করছেন নবাগত লিটন কুমার দাস। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে কিপিং করলেও টেস্টের জন্য এখনো ফিট নন বাংলাদেশ অধিনায়ক।

মিরপুর টেস্টেও কিপিং করা হচ্ছে না জানিয়ে বলেন, ‘আপাতত কালকের ম্যাচে হচ্ছে না। চেষ্টা করব ফিরে আসার। আমার প্রথম কাজটাই হচ্ছে কিপিং। আশা করব ভবিষ্যতে কিপিংয়ে ফিরে আসার। আমার আঙ্গুলের যা অবস্থা এটা এখনো শতভাগ ঠিক নেই। চেষ্টা করব এটা যেন তাড়াতাড়ি রিকোভার করতে পারি। ইনশাল্লাহ যেন আমি আমার যে দুইটা কাজ সেটা যেন করতে পারি।’

তবে হাল ছাড়ছেন মুশফিক। চেষ্টার কোন ত্রুটি করবেন না বলে জানান তিনি। কিপিং না ছাড়ার প্রসঙ্গে বলেন, ‘কেউ কি সহজে সব কিছু ছেড়ে দেয় নাকি। আমারতো প্রশ্নই উঠে না। যদি টিম কম্বিনেশন কারণে হয় সেক্ষেত্রে এটা একটি ভিন্ন ইস্যু। আমি ব্যাক্তিগত ভাবে ব্যাটিংয়ের চেয়ে কিপিং বেশি উপভোগ করি। এটাতো ছেড়ে দেওয়ার মত কিছু না।’

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।

আরটি/এমআর/পিআর