প্রোটিয়াদের বোলিং চ্যালেঞ্জ উৎরানোর লক্ষ্য মুশফিকের
দক্ষিণ আফ্রিকার বোলিংকে মূল চ্যালেঞ্জ মানছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। সেই সাথে এই চ্যালেঞ্জ উৎরানোর প্রত্যয় ব্যাক্ত করলেন বাংলাদেশ অধিনায়ক। নিজেদের সেরাটা দিতে পারলে প্রোটিয়াদের পেস বোলিং আক্রমণকে প্রতিরোধ করা সম্ভব বলে জানালেন তিনি।
প্রোটিয়াদের বোলিং প্রসঙ্গে মুশফিক বলেন, `পেস আক্রমণতো অবশ্যই ওদের ভাল। ওদের বোলিং আক্রমণটা আমাদের জন্য হুমকির। আমাদের চ্যালেঞ্জ থাকবে ওদের পেস বোলিং আক্রমণ প্রতিরোধ করা।`
শেষ টেস্টে ভালো খেলায় নিজেদের আত্মবিশ্বাস তুঙ্গে জানিয়ে আর যোগ করেন, `শেষ টেস্টে আমাদের সবাই ভাল খেলেছে। আমরা আত্মবিশ্বাসী। আমাদের চেষ্টা থাকবে চ্যালেঞ্জটা উৎরিয়ে যাওয়ার। নাম্বার ওয়ান টেস্ট দল থেকে কোনো কিছু সহজ হবে এটা ভাবার কারণ নেই। আমাদের ক্ষমতা আছে এই চ্যালেঞ্জটা নেওয়ার। শুধু মাত্র মাঠে এর প্রয়োগ করা। আশা করছি কাজটা ঠিক ভাবে করতে পারলে ফলাফল ভালো হবে।`
তবে দক্ষিণ আফ্রিকার মত শক্তিশালী বোলিং এর আগেও বাংলাদেশ খেলেছে বলে জানান মুশফিক। তাই তারা যত শক্তিশালী হোক না কেন নিজেদের প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে বলে আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। বলেন, `তাদের খেলা কঠিন। তবে অসম্ভব না। এরকম শক্তিশালী পেস আক্রমণকে এর আগেও খেলেছে বাংলাদেশ। তবে ভালো খেলাটা লম্বা সময় ধরে করতে হবে। এক সেশন ভালো খেলে পরের সেশনে খারাপ খেললে লাভ হবে না। এই টেস্টে কঠিন পরিস্থিতিতে পড়তে হবে। সেই পরিস্থিতি মোকাবলা করে আমরা যাতে বড় বড় ইনিংস খেলতে পারি, সেটাই আমাদের বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা নেয়ার জন্য আমরা প্রস্তুত।`
বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।
আরটি/এমআর/আরআইপি