ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

বিশ্বকাপ অনিশ্চিত জার্মান তারকা বোয়েটাংয়ের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৩৪ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

চ্যাম্পিয়ন্স লিগে বুধবারের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেছে তার দল বায়ার্ন মিউনিখ। এমন হতাশার দিনে দলের অন্যতম তারকা জেরোম বোয়েটাংও পড়েছেন ইনজুরিতে। শঙ্কার খবর হলো, উরুর চোটে আসন্ন বিশ্বকাপেও অনিশ্চিত হয়ে পড়েছেন জার্মানির এই ডিফেন্ডার।

রিয়ালের বিপক্ষে ম্যাচটিতে ৩৪ মিনিটেই ব্যথা নিয়ে মাঠ ছাড়তে হয় বোয়েটাংকে। বৃহস্পতিবার জার্মান ফুটবল অ্যাসেসিয়েশন জানালো, বাঁ পায়ের উরুতে অ্যাডাক্টর মাসলে চোট পেয়েছেন এই ডিফেন্ডার। এতে চার থেকে ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

আগামী ১৪ জুন থেকে রাশিয়ায় শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। ৪ জুনের মধ্যে ২৩ জনের চূড়ান্ত দল দিতে হবে জার্মানিকে। বায়ার্নের হয়ে তো ফিরতে পারবেনই না, সুস্থ হয়ে বোয়েটাংয়ের বিশ্বকাপে যাওয়াটাও এখন ভীষণ অনিশ্চয়তায়।

বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির বিশ্বকাপে প্রথম ম্যাচ মস্কোতে মেক্সিকোর বিপক্ষে। 'এফ' গ্রুপে তাদের প্রতিপক্ষ হিসেবে আরও রয়েছে সুইডেন আর দক্ষিণ কোরিয়া।

এমএমআর/জেআইএম

আরও পড়ুন